বাঘারপাড়ায় মাজেদুলের ‘কুল’ বিপ্লব: ডালে ডালে ঝুলছে সাফল্যের সোনালী স্বপ্ন নিঝুমদ্বীপের পুকুরে মিললো রুপালি ইলিশ হাতিয়ায় স্বেচ্ছাসেবক দলের ৫ নেতাকে বহিষ্কার পলাশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগ পরিবারের, স্বামী-শাশুড়ি পলাতক কলারোয়ায় উন্নয়ন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি বিএনপি প্রার্থী হাবিবের সাতক্ষীরার তালায় ১২কোটি ৫৫ লক্ষ টাকা ব্যয়ে প্রশাসনিক ভবন নির্মান দ্রুত সম্পন্নের দাবি সাতক্ষীরা সীমান্তে অভিযানে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক সাভারে প্রতিবন্ধীদের সেতুতে অবাধ যান চলাচল, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা মৃত্যুর পরও মানবতার সেবায়: মরদেহ দান করলেন জাগরণী চক্রের প্রতিষ্ঠাতা আজাদুল কবির আরজু শ্যামনগরে গাবুরা ও বুড়িগোয়ালিনী জামায়াতের নির্বাচনী জনসভা নদীতে লাশ উদ্ধারে এলাকাজুড়ে উত্তেজনা যথাযথ মর্যাদায় মাইকেল মধুসূদন দত্তের ২০২ তম জন্মদিন উদযাপন ফুলবাড়ীতে ভুট্টা চাষে লাভবান হচ্ছে কৃষক পলাশে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ড. আব্দুল মঈন খান শেরপুরে আরাফাত রহমান কোকোর শাহাদত বার্ষিকীতে কোরআন খতম, দোয়া ও কম্বল বিতরণ শেরপুরে আরাফাত রহমান কোকোর শাহাদত বার্ষিকীতে কোরআন খতম, দোয়া ও কম্বল বিতরণ হান্নান মাসউদ মিথ্যাচার করেছেন অভিযোগ এনে বিএনপির সংবাদ সম্মেলন বুয়েট সিএসইর খ্যাতনামা অধ্যাপক আশিকুর রহমানের প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি হিসাবে যোগদান যশোরে ৫১ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক: গন্তব্য ছিল ভারত আশাশুনির তিন ইউনিয়নে রবিউল বাশারের গণসংযোগ ও পথসভা

১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে ভবিষ্যতের মানদণ্ড : মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-01-2026 05:27:23 pm

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ভবিষ্যতের সব নির্বাচনের জন্য একটি অনন্য মানদণ্ড (বেঞ্চমার্ক) স্থাপন করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘এটি একটি উৎসবমুখর নির্বাচন হবে এবং সরকার একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত।’বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। দায়িত্ব গ্রহণের পর প্রধান উপদেষ্টার সঙ্গে এটিই রাষ্ট্রদূতের প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

সাক্ষাৎকালে অধ্যাপক ইউনূস জানান, আসন্ন নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন বিপুল সংখ্যক প্রতিনিধি পাঠাবে। অন্যান্য উন্নয়ন সহযোগীরাও পর্যবেক্ষক পাঠাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘আসুন, আমরা ইতিবাচক ফলের জন্য আশাবাদী থাকি।’ বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রস্তাবিত শুল্ক চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক কমানোর পদক্ষেপের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান অধ্যাপক ইউনূস। তিনি আশা প্রকাশ করেন, চলমান আলোচনার মাধ্যমে এই শুল্ক আরও হ্রাস পাবে। রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বাণিজ্য আলোচনার অগ্রগতিকে স্বাগত জানান এবং কৃষি বাণিজ্যের সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

অধ্যাপক ইউনূস তার সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকারগুলো তুলে ধরে বলেন, বাংলাদেশ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করতে চায়। আসিয়ান (ASEAN)-এর সদস্যপদ পেতে বাংলাদেশ ইতোমধ্যে ‘সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপ’-এর আবেদন করেছে। এছাড়া গত ১৮ মাসে সার্ককে পুনরুজ্জীবিত করতে নেওয়া তাঁর ব্যক্তিগত প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে, পরবর্তী নির্বাচিত সরকার এই উদ্যোগ এগিয়ে নেবে।

রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন গত ১৮ মাসে অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ এবং অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন। বিশেষ করে নতুন শ্রম আইন প্রণয়নকে তিনি সাধুবাদ জানান। তিনি স্পষ্ট করেন যে, ফেব্রুয়ারির নির্বাচনে যারাই জয়ী হয়ে সরকার গঠন করবেন, যুক্তরাষ্ট্র তাদের সঙ্গেই কাজ করতে উন্মুখ।

বৈঠকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এছাড়া বাংলাদেশসহ ৭৫টি দেশের ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ভিসা নিষেধাজ্ঞার বিষয়টি নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে।

সাক্ষাৎকালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং এসডিজি বিষয়ক সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন। 

Tag
আরও খবর