তালায় উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন নির্মানের কার্যক্রম মন্হর গতি। প্রকল্প বাস্তবায়েনের মেয়াদ ১৩ অক্টোবর ২৫ সমাপ্ত হলেও ৫০% অগ্রগতি হয়েছে। প্রাক্কলিত ব্যয় ১২ কোটি ৫৫ লক্ষ ১৭ হাজার ৭৫৭ টাকা ৯০ পয়সা। ১০℅ নিম্মদরে দরপত্র দাখিল করেন মেসার্স বরেন্দ্র কনষ্ট্রাকশন বাড়ী নং ১৪৬; সাহেব বাজার ঘোড়া মারা বোয়ালিযা রাজশাহী। চুক্তিমুল্য ১১ কোটি ২৯ লক্ষ ৬৫ হাজার ৯৮২ টাকা ১১ পয়সা। প্রকল্পটি শুরোর সময ১৪ জুলাই ২০২৪ সমাপ্তির তারিখ ১৩-১০-২০২৫। প্রকল্পটি বাস্তবায়নে স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর তালা।
রথীন্দ্র নাথ হালদার ,উপজেলা প্রকৌশলী বিজন কুমার মন্ডল, উপ- সহকারী প্রকৌশলী এম,এ মামুন আলম নস্ক্যাকার ঊপ- সহকারী প্রকৌশলী মোঃ উজ্জল হোসেন কার্যসহকারী। উক্ত ৪ সদস্য বিশিষ্ট বাস্তবায়ন কারী কর্তৃপক্ষের তদারকির মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
উপজেলা প্রকৌশলী রথিন্দ্র নাথ হালদার জানান,ভবন ৬ তালা ফাউন্ডেশন ৫ তালা কমপ্লিট হবে নিচের তালা ফাকা থাকবে। ইতিমধ্যে কথক অংশে তিনতালার ছাঁদ ঢালই শেষ হয়েছে। একটি ঢালাই করার পর সেন্টারিং একমাস পর খুলতে হয়। প্রকল্পটি বাস্তবায়নে জুন/২৬ পর্যন্ত এর মধ্যে ঠিকাদার প্রকল্পটি হস্তান্তর করার টার্গেট নিয়ে দ্রুত গতিতে প্রকল্পটি সমাপ্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
৪ ঘন্টা ৩৩ মিনিট আগে
৫ ঘন্টা ২৬ মিনিট আগে
৫ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৩ ঘন্টা ৫ মিনিট আগে
১৪ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৪ ঘন্টা ৫৯ মিনিট আগে
১৫ ঘন্টা ১০ মিনিট আগে