সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চম্পাফুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নবীনগর এলাকায় হাবড়া (গোয়াল ঘেসিয়া) নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
স্থানীয় এলাকাবাসী নদীতে একটি ভাসমান মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। উদ্ধারকৃত মরদেহটির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশের প্রাথমিক ধারণা, মরদেহটি কয়েক দিন আগের হতে পারে। তবে শরীরে দৃশ্যমান কোনো পরিচয়পত্র না থাকায় এখনো নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা যায়নি।
এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল হোসেন জানান, ঘটনাস্থল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হচ্ছে। একই সঙ্গে মরদেহটির পরিচয় শনাক্তে সাতক্ষীরা জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে অবহিত করা হয়েছে।
তিনি আরও জানান, পিবিআই কর্মকর্তারা এসে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের মাধ্যমে মরদেহটির পরিচয় শনাক্তের কার্যক্রম শুরু করেছেন। পরিচয় নিশ্চিত হলে আইনগত ব্যবস্থা গ্রহণসহ পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।
৪ ঘন্টা ৩৫ মিনিট আগে
৫ ঘন্টা ২৭ মিনিট আগে
৫ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৩ ঘন্টা ৬ মিনিট আগে
১৪ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৫ ঘন্টা ১ মিনিট আগে
১৫ ঘন্টা ১১ মিনিট আগে