প্রতিবন্ধী ও শারীরিকভাবে অসচ্ছল ব্যক্তিদের নিরাপদ সড়ক পারাপারের জন্য নির্মিত পদচারী সেতুতে এখন নির্বিঘ্নে চলছে মোটরসাইকেল। সাভারের শিমুলতলা এলাকায় ঢাকা–আরিচা মহাসড়কের ওপর নির্মিত প্রতিবন্ধীবান্ধব ওই সেতুতে এমন দৃশ্য প্রতিদিনের ঘটনায় পরিণত হয়েছে।
সড়ক ও জনপদ অধিদপ্তর (সওজ) কর্তৃক নির্মিত সেতুটিতে হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য বিশেষ র্যাম্প ব্যবস্থা রাখা হয়। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা থেকে চিকিৎসা নিতে আসা পক্ষাঘাতগ্রস্ত রোগী এবং তাঁদের স্বজনরা সাভারের পক্ষাঘাতগ্রস্ত পুনর্বাসন কেন্দ্র (সিআরপি)-তে যাতায়াতের সময় নিয়মিত এই সেতু ব্যবহার করেন।
তবে বর্তমানে সেতুর র্যাম্প সুবিধাকে কাজে লাগিয়ে এক শ্রেণির মানুষ মোটরসাইকেল ও বাইসাইকেল নিয়ে সেতু পার হচ্ছেন। এতে হুইলচেয়ার ব্যবহারকারী রোগী ও তাঁদের সহায়তাকারীরা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ছেন। অনেক সময় দ্রুতগতির মোটরসাইকেলের কারণে সেতুর ওপরেই থমকে যেতে হয় রোগীদের।
প্রতিবন্ধীদের চলাচলের জন্য নির্ধারিত পথে মোটরসাইকেল নিয়ে কেন চলাচল করা হচ্ছে—এমন প্রশ্নে কিছু আরোহী ভুল স্বীকার করলেও অধিকাংশই সময় বাঁচানোসহ নানা অজুহাত তুলে ধরেন।
এ বিষয়ে সিআরপির নির্বাহী পরিচালক মোহাম্মদ সোহরাব হোসেন বলেন, “জনসচেতনতা তৈরির লক্ষ্যে আমাদের শিক্ষার্থীরা লিফলেট বিতরণ করেছে। কিন্তু কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি।” তিনি বলেন, “এই সেতুটি প্রতিবন্ধীদের জন্য। এটি রক্ষা করতে জনসচেতনতার পাশাপাশি পুলিশ প্রশাসনের কার্যকর ভূমিকা জরুরি।”
স্থানীয় সচেতন মহলের মতে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও আইনগত ব্যবস্থা না থাকলে প্রতিবন্ধীবান্ধব এই সেতু তার উদ্দেশ্য হারাবে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন অসহায় রোগীরা।
৪ ঘন্টা ৩৫ মিনিট আগে
৫ ঘন্টা ২৭ মিনিট আগে
৫ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৩ ঘন্টা ৬ মিনিট আগে
১৪ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৫ ঘন্টা ১ মিনিট আগে
১৫ ঘন্টা ১১ মিনিট আগে