পলাশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগ পরিবারের, স্বামী-শাশুড়ি পলাতক কলারোয়ায় উন্নয়ন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি বিএনপি প্রার্থী হাবিবের সাতক্ষীরার তালায় ১২কোটি ৫৫ লক্ষ টাকা ব্যয়ে প্রশাসনিক ভবন নির্মান দ্রুত সম্পন্নের দাবি সাতক্ষীরা সীমান্তে অভিযানে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক সাভারে প্রতিবন্ধীদের সেতুতে অবাধ যান চলাচল, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা মৃত্যুর পরও মানবতার সেবায়: মরদেহ দান করলেন জাগরণী চক্রের প্রতিষ্ঠাতা আজাদুল কবির আরজু শ্যামনগরে গাবুরা ও বুড়িগোয়ালিনী জামায়াতের নির্বাচনী জনসভা নদীতে লাশ উদ্ধারে এলাকাজুড়ে উত্তেজনা যথাযথ মর্যাদায় মাইকেল মধুসূদন দত্তের ২০২ তম জন্মদিন উদযাপন ফুলবাড়ীতে ভুট্টা চাষে লাভবান হচ্ছে কৃষক পলাশে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ড. আব্দুল মঈন খান শেরপুরে আরাফাত রহমান কোকোর শাহাদত বার্ষিকীতে কোরআন খতম, দোয়া ও কম্বল বিতরণ শেরপুরে আরাফাত রহমান কোকোর শাহাদত বার্ষিকীতে কোরআন খতম, দোয়া ও কম্বল বিতরণ হান্নান মাসউদ মিথ্যাচার করেছেন অভিযোগ এনে বিএনপির সংবাদ সম্মেলন বুয়েট সিএসইর খ্যাতনামা অধ্যাপক আশিকুর রহমানের প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি হিসাবে যোগদান যশোরে ৫১ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক: গন্তব্য ছিল ভারত আশাশুনির তিন ইউনিয়নে রবিউল বাশারের গণসংযোগ ও পথসভা শ্রীউলায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা লাখাই থানা পুলিশের ডেভিলহান্ট অপারেশনে ইউনিয়ন যুবলীগ সভাপতি গ্রেফতার। নির্বাচনী কার্যক্রমে শিশু ব্যবহার বন্ধের দাবিতে নীলফামারীতে এসিএমও'র স্বার‌‌‌কলিপি প্রদান

কলারোয়ায় উন্নয়ন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি বিএনপি প্রার্থী হাবিবের



আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি সংগ্রাম করে আসছে। জীবন মানের উন্নয়নের জন্য ধানের শীষে ভোট  প্রার্থনা করে তিনি বলেন, প্রতিটি মানুষের কর্মসংস্থান, বাসস্থান, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ সব ধরনের নাগরিক সুবিধা ও নিরাপত্তা বিধানে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। ধানের শীষে ভোট দিয়ে আপনার গণতান্ত্রিক অধিকারকে সুপ্রতিষ্ঠিত করুন। দেশকে উন্নয়ন ও অগ্রগতির শীর্ষে নিয়ে যান। রোববার বিকেলে কলারোয়ার কুশোডাঙ্গা ইউনিয়নের পানিকাউরিয়া হাইস্কুল ময়দানে বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি প্রধান অতিথি বক্তব্যে এ কথাগুলো বলেন। বিএনপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব আরও বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দেশ গঠনের যে স্বপ্ন, তা বাস্তবায়ন করতে ধানের শীষে আপনার মূল্যবান ভোটটি প্রার্থনা করছি। আমরা বিশ্বাস করি, জননেতা তারেক রহমানের নির্দেশিত পথে এদেশের প্রতিটি নাগরিকের স্বপ্ন পূরণ হবে।  কেবলমাত্র ধানের শীষই পারে দেশবাসীর সকল আশা-আকাঙ্ক্ষার  বাস্তব রূপ দিতে। কুশোডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ নির্বাচনি জনসভায় ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব কলারোয়ার ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডে তাঁর ভূমিকা উল্লেখ করে বলেন, আপনারা যদি আমাদের সুযোগ দেন তাহলে কলারোয়ায় স্টেডিয়াম, বাইপাস সড়ক নির্মাণসহ সকল ধর্মীয়, শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে উন্নয়ন করতে চাই। বেকার সমস্যার সমাধানসহ কর্ম সংস্থানের ক্ষেত্র প্রশস্ত করতে চাই।

‎ সকল নাগরিকের শান্তি ও নিরাপত্তা রক্ষায় আপনাদের পাশে থাকতে চাই। কুশোডাঙ্গার সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ পথসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আক্তারুল ইসলাম,  কলারোয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, রবিউল ইসলাম ও ইব্রাহিম হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, বিএনপি নেতা আনিছুর রহমান, নজরুল ইসলাম, জহিরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক এমএ হাকিম সবুজ, পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল মজিদসহ বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Tag
আরও খবর