বগুড়ার শেরপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ উপজেলা শাখার উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ১১তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার বিকেল সাড়ে ৫টায় শেরপুর শহিদীয়া আলিয়া কামিল মাদ্রাসা ভবনে কোরআন খতম, দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শেরপুর উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা। তিনি বলেন, আরাফাত রহমান কোকো আজ আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর রেখে যাওয়া আদর্শ বিশেষ করে ক্রীড়াঙ্গনের প্রতি তাঁর ভালোবাসা, আমাদের অনুপ্রাণিত করে। একজন দক্ষ সংগঠক এবং একজন ভালো মানুষ হিসেবে তিনি আমাদের স্মৃতিতে অমলিন হয়ে থাকবেন।
প্রধান বক্তার হিসেবে বক্তব্য রাখেন, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যাপক সাজ্জাদুজ্জামান সিরাজ জয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়ার জেলা বিএনপির উপদেষ্টা শফিকুল আলম তোতা, শেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম রবিউল ইসলাম দরুন, শেরপুর পৌর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক হাসানুল মারুফ শিমুল, আরাফাত রহমান স্মৃতি সংসদের সাবেক সিনিয়র সহ সভাপতি সজিব সরকার, শেরপুর উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সুইটি আক্তার মিষ্টি, শহর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জসিম মন্ডল, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল কাফি। উপজেলা শাখার সাধারণ সম্পাদক পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিরা অংশ নেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন শেরপুর শহিদীয়া আলিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা সোহেল রানা। দোয়ায় আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠান শেষে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
৪ ঘন্টা ৩৫ মিনিট আগে
৫ ঘন্টা ২৭ মিনিট আগে
৫ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৩ ঘন্টা ৬ মিনিট আগে
১৪ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৫ ঘন্টা ১ মিনিট আগে
১৫ ঘন্টা ১১ মিনিট আগে