এসআইপি সদস্য নাহিদ সরদারের দেওয়া তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা কালিগঞ্জের বিশেষ ক্যাম্পের একটি চৌকস দল সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে। রবিবার (২৫ জানুয়ারি ) রাত ১০টা ৪০ মিনিটে। খানজিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সাতবসু নামক স্থানে, জিআর নাম্বার ৯৫৬৮৯০, মানচিত্র ৭৯বি/১৪ অনুযায়ী ক্যাম্প হতে দক্ষিণ দিকে প্রায় ১ কিলোমিটার এবং শূন্য লাইন থেকে ১ হাজার গজ বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মালিকসহ ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা।আটককৃতরা কালিগঞ্জের সাতবসু গ্ৰামের ছদর আলীর ছেলে মোঃ সালাম ও আশরাফ হোসেনের ছেলে মিয়ারাজ হোসেন।এ বিষয়ে কালিগঞ্জ বিশেষ ক্যাম্পের এসআইপি এনসিও হাবিলদার জাহাঙ্গীর কবির জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
৪ ঘন্টা ৩৫ মিনিট আগে
৫ ঘন্টা ২৭ মিনিট আগে
৫ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৩ ঘন্টা ৬ মিনিট আগে
১৪ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৫ ঘন্টা ১ মিনিট আগে
১৫ ঘন্টা ১১ মিনিট আগে