গাজায় নিরিহ মানুষদের হত্যার প্রতিবাদে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ গাজায় নিরীহ মানুষদের হত্যার প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৯ এপ্রিল) বিকাল ৫টায় উপজেলার বংশীপুর বাজারে তেীহিদী জনতার ব্যানারে সর্বস্তরের জনতা এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলটি বংশীপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে এক সমাবেশে মিলিত হন। সমাবেশে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক প্রভাষক আব্দুল ওহাব, মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ মোস্তফা কামাল, ব্যাবসায়ী মো: শহিদুজ্জামান ডালিম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন, মিমু ওনারীসহ নিরীহ মানুষদের নির্বিচারে হত্যা, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস এসব এক নির্মম গণহত্যার ব্যস্তচিত্র। বিশ্বের বিবেকবান মানুষ আজ গর্জে উঠেছে এ অন্যায়ের বিরুদ্ধে। এসময় ইসরায়েলের সকল পন্য বর্জনসহ আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানান।
ছবি- শ্যামনগরে গাজায় নিরিহ মানুষদের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল।
২০ ঘন্টা ৫ মিনিট আগে
১ দিন ২০ ঘন্টা ১ মিনিট আগে
২ দিন ১৮ ঘন্টা ৩৮ মিনিট আগে
৪ দিন ৭ মিনিট আগে
৪ দিন ১৮ ঘন্টা ৩৮ মিনিট আগে
৪ দিন ১৯ ঘন্টা ২ মিনিট আগে
৬ দিন ১৫ ঘন্টা ৫১ মিনিট আগে
৬ দিন ১৯ ঘন্টা ১৯ মিনিট আগে