জাল টাকা নিয়ে লোহাগাড়া থানা পুলিশের জালে তিন জন আটক।
মুন্সি শাহাব উদ্দীন, বিশেষ প্রতিনিধি।
লোহাগাড়া থানা পুলিশ ৩রা মে শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় ৩১ হাজার টাকার জাল নোট সহ তিনজনকে আটক করে। আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার উখিয়া থানাধীন রাজাপালং ইউনিয়নের নলবুনিয়া পাড়ার শওকত আলারী পুত্র মোদ্দাচ্ছির ও তার সহোদর ভগ্নি খতিজা বেগম, বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ছলিম উদ্দীনের কন্যা হালিমা বেগম। পুলিশ সুত্রে জানা যায়, চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়কে জাঙ্গলিয়া এলাকায় চট্টগ্রামমূখী একটি গাড়িতে অভিযান চালিয়ে ৩১০০০/- টাকার জাল নোট সহ উল্লেখিত তিনজনকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি মতে রোহিঙ্গা ক্যাম্প হতে জাল নোটগুলো সংগ্রহ করা হয়। তা বিক্রয় করার উদ্দেশ্যে চট্টগ্রাম শহরে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ জানায়, আটককৃতদের থানায় নিয়ে আসা হয় এবং যথাযথ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। রবিবার তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
২ ঘন্টা ০ মিনিট আগে
২ ঘন্টা ২২ মিনিট আগে
২ ঘন্টা ৪৬ মিনিট আগে
৩ ঘন্টা ১২ মিনিট আগে
৩ ঘন্টা ১৭ মিনিট আগে
৫ ঘন্টা ৫০ মিনিট আগে
৫ ঘন্টা ৫৭ মিনিট আগে