বিএনপির নির্বাহী সদস্য, নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে নীলফামারীর ডোমারে জাতীয়তাবাদী তাঁতী দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার সোনারায় বাজার এলাকায় শুক্রবার (২রা মে) সন্ধ্যায় হরিণচড়া ইউনিয়ন জাতীয়তাবাদী তাঁতী দলের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার তুহিনের মুক্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
হরিণচড়া ইউনিয়ন জাতীয়তাবাদী তাঁতী দলের সভাপতি মোঃ আসাদুল সরকার আজাদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নীলফামারী জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের সিনিয়র সহ-সভাপতি ও ডোমার উপজেলা তাঁতী দলের সভাপতি সৈয়দ নুরনবী হোসেন নয়ন।
এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা জাতীয়তাবাদী তাঁতী দলের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফি, সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়ারুল কবির লিটন, হরিণচড়া ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি মোঃ আবু কালাম, সোনারায় ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি মোঃ গোমনুর, সদর ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সাধারণ সম্পাদক আইনুল ইসলাম প্রমুখ সহ জাতীয়তাবাদী তাঁতী দলের নেতৃবৃন্দ।