তিন বাহিনীর প্রধানদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছে প্রধান মন্ত্রি মোদি শান্তিপূর্ণ আন্দোলন থেকে দক্ষিণবঙ্গ অচল: ববির শিক্ষার্থীদের আল্টিমেটাম ঝিনাইগাতীতে সমলয় পদ্ধতিতে বোরো ধান কর্তনের শুভ উদ্বোধন পাঁচবিবিতে ছাত্রনেতা শামীমকে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার-৪ ট্রেনে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে সারিয়াকান্দি কলেজে নতুন অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম লালপুরে নারী কর্মচারীর ভিডিও ফাঁস করায় সুগার মিলের সিআইসিকে সাময়িক বরখাস্ত জবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) সংবিধি নিয়ে শিক্ষার্থীদের মতামত আহ্বান কুলিয়ারচরে একজন সহ পৃথক স্থানে বজ্রপাতে তিন জন নিহত গলাচিপায় ১০ শয্যার মা ও শিশু হাসপাতালে সেবা চালুর দাবিতে মানববন্ধন 'সোশ্যাল জাস্টিস' প্রতিযোগিতায় প্রথম কুমিল্লা বিশ্ববিদ্যালয় গুমোট ঢাকার আকাশ, ২১ জেলায় ঝড়-বৃষ্টির আভাস সাম্প্রতিক রাজনৈতিক বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল এনসিপি মধুপুরে বিধবা নারীকে মাথা গোঁজার ঠাঁই করে দিলেন ধানেশীষের প্রত্যাশী কর্ণেল আজাদ মিরসরাই সমিতির সংযুক্ত আরব আমিরাতের কার্যকরী কমিটির অভিষেক ও নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শৈলকুপা প্রেসক্লাবের আহবায়ক কমিটি ঘোষণা: আহবায়ক ডাবলু, সদস্য সচিব শিহাব সাবেক রাষ্ট্রপতির বিদেশ গমন তদন্তে তিন উপদেষ্টার কমিটি উপাচার্য ড. শুচিতা শরমিনের পদত্যাগের ১ দফা দাবিতে প্রতিবাদী মশাল মিছিল শান্তিগঞ্জে সিএনজি চোর চক্রের সক্রিয় সদস্য নিজাম গ্রেফতার যুক্তরাজ্য যুবদল নেতা শেখ নাসির উদ্দীনকে কালিগঞ্জে বর্ণাঢ্য সংবর্ধনা ও মতবিনিময় সভা

আজ বঙ্গবন্ধু টানেল উদ্বোধন : প্রধানমন্ত্রীর আগমনে চট্টগ্রাম এখন উৎসবের নগরী

আজ বঙ্গবন্ধু টানেল উদ্বোধন : প্রধানমন্ত্রীর আগমনে চট্টগ্রাম এখন উৎসবের নগরী





জাহেদ  কায়সার  ( চট্টগ্রাম ) :  চট্টগ্রাম  কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বহুল প্রতীক্ষিত 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল'র দ্বার খুলছে আজ ।  পতেঙ্গা প্রান্তে  ফলক উম্মোচনে  মধ্যেমে শুভ  উদ্বোধন করবেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  এ সময় তিনি আরও ১৯ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ।
 
আজ সকাল ১১ টায় নেভাল একাডেমি  হেলিপ্যাডে অবতরণ করবে প্রধানম্ত্রীকে বহন করা বিশেষ হেলিকপ্টার। সকাল সাড়ে ১১টায়  বঙ্গবন্ধু টানেলর ফলক উম্মোচন করে এ তিনি  টানেলের আনোয়ারা প্রান্তে কাফকো কলোনি সংলগ্ন কেইপিজেড মাঠে জনসভায় বক্তব্য দেবেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়েছে।


চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান জানান, আনোয়ারা কেইপিজেড মাঠে প্রধানমন্ত্রীর জনসভা হবে স্মরণকালের বৃহত্তম । সাড়ে ৯ লাখ বর্গফুটের মাঠের একপাশে তৈরী করা হচ্ছে লাল-সবুজে রাঙানো নৌকার আদলে তৈরী ১৩৮ ফুট দৈর্ঘ্য ও ৪৮ ফুট প্রস্থের বিশালাকৃতির মঞ্চ।  এই মাঠে ১০ লাখ লোকের জনসমাগম ঘটাতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে । এছাড়া বান্দরবান, কক্সবাজার, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি থেকেও নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দেবেন।’ জনসভা উপলক্ষে ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

টানেল  উদ্বোধন  উপলক্ষে প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমনে  গত তিন দিন ধরে   পতেঙ্গা ও আনোয়ারা প্রান্তে  পৃথক পৃথক উৎসব  ও  শোভাযাত্রা আয়োজন করছে আওয়ামীলীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠন। রং বেরঙের পোষ্টার আর ব্যানারে চেয়ে গেছে  চারিদিকে  । পুরো চট্টগ্রাম যেন  উৎসবের নগরীতে পরিণত হয়েছে।


চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে জায়ান্ট স্ক্রিনে প্রচার করা হচ্ছে টানেলসহ বর্তমান সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডের ভিডিও চিত্র।

টানেল উদ্বোধন ঘিরে  চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)  পক্ষ থেকে নেওয়া হয়েছে  ব্যাপক নিরাপত্তা।  কয়েকটি সড়কে যান চলাচলে দিয়েছে নিষেধাজ্ঞা ।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এ গণবিজ্ঞপ্তিতে বিভিন্ন সড়ক ব্যবহারে বিধিনিষেধ আরোপের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, টানেল উদ্বোধন উপলক্ষে বিমানবন্দর, টানেল ও সি-বিচ এলাকার সড়কে ভিভিআইপিরা চলাচল করবেন। এ কারণে ২৮ অক্টোবর ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত যান চলাচলে নিষেধাজ্ঞা থাকবে।

  প্রায় ১০ হাজার ৬৮৯ কোটি টাকা নির্মাণ ব্যয়ে ৩৫ ফুট চওড়া ও ১৬ ফুট উঁচু এবং ১১ মিটার ব্যবধানে দুটি টিউবে এ টানেলের দৈর্ঘ্য ৩.৩২ কিলোমিটার। এটির সঙ্গে ৫.৩৫ কিলোমিটারের একটি অ্যাপ্রোচ রোডের পাশাপাশি একটি ৭৪০ মিটার সেতু রয়েছে যা মূল শহর, বন্দর এবং নদীর পশ্চিম দিককে এর পূর্ব দিকের সঙ্গে সংযুক্ত করেছে।
এর আগে গত ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ টানেল টিউবের নির্মাণ কাজের উদ্বোধন করেন।


Tag
আরও খবর