যুক্তরাজ্য যুবদল নেতা শেখ নাসির উদ্দীনকে কালিগঞ্জে বর্ণাঢ্য সংবর্ধনা ও মতবিনিময় সভা
এস এম তাজুল হাসান সাদ, উপকূলীয়প্রতিনিধি(সাতক্ষীরা)
যুক্তরাজ্য জাতীয়তাবাদী যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ নাসির উদ্দীনের দেশে আগমন উপলক্ষে নিজ উপজেলা কালিগঞ্জে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর সাথে এক বর্ণাঢ্য সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ মে ২০২৫) বিকেল ৫টায় রোকেয়া মনসুর মহিলা কলেজ সংলগ্ন মাঠে উপজেলা বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শেখ মনিরুল ইসলাম মনু এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ নাসির উদ্দীন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু।
এছাড়াও বক্তব্য রাখেন,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক সাইফুল ইসলাম,উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম,উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল আযম মিলন, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম,উপজেলা তাঁতীদলের সদস্য সচিব ফারুক হোসেন,উপজেলা শ্রমিক দলের সেক্রেটারি শোকর আলী,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেতা শেখ নাজমুল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের সাবেক নেতৃবৃন্দ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে প্রায় তিন শতাধিক মোটরসাইকেলের বর্ণাঢ্য শোডাউনের মাধ্যমে শেখ নাসির উদ্দীনকে উষ্ণ অভ্যর্থনা জানান দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ আব্দুল মজিদ।
১ ঘন্টা ০ মিনিট আগে
১ ঘন্টা ৪৮ মিনিট আগে
২ ঘন্টা ১৪ মিনিট আগে
২ ঘন্টা ৫৯ মিনিট আগে
৩ ঘন্টা ৪৫ মিনিট আগে
৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
৫ ঘন্টা ৫ মিনিট আগে