আমি রাসেল বলছি
নাজমুন নাহার
তোমরা যারা আছো বেঁচে হয় কী মনে কভু?
কী ঘটেছে মুজিব ঘরে কী করেছেন প্রভু?
আমি রাসেল জন্ম নিলাম বত্রিশ নম্বর ভবন
চঞ্চলতায় ছিলাম এমন লজ্জা পেতো পবন।
শখটা ছিল মাছ ধরা মোর পুকুর পাড়ে গেলে
ছোট বড় নানান রকম মাছ যে আমার মেলে
ধরতাম আমি ঠিকই ওদের দিতাম আবার ছেড়ে
যাওয়ার সময় ওরা আমার হৃদয় নিতো কেড়ে।
গরু মুরগি পায়রা পুষতে লাগতো আমার ভালো
পোলাও ডিমপোচ,সমুসা কোক খাওয়ার পাতে ঢালো।
আরও খেতাম মজা করে ঢেঁড়স ডিমে চিনি
বাসতাম আমি তাঁকে ভালো এনে দিতেন যিঁনি।
তিনি হলেন মা জননী আমার যতো আশা
আজও আছি তারই কোলে নিয়ে ভালোবাসা
হাসু বুবুর চুলের বেনী নিয়ে করতাম খেলা
টুংটাং শব্দে সাইকেল চালান কেটে যেত বেলা।
বড় হওয়ার স্বপ্ন ঘরে বুলেট মেরে ক্ষত
আগষ্টের'ই পনেরো তে তাই তো আমি গত
পঁচাত্তরে বয়স দশে আজো আমি খোকা
আমায় মেরে করলে প্রমাণ তোমরা কত বোকা!
২ দিন ১৭ ঘন্টা ২৫ মিনিট আগে
৩ দিন ১৮ ঘন্টা ৪০ মিনিট আগে
৩ দিন ২২ ঘন্টা ২৩ মিনিট আগে
৪৩ দিন ২১ ঘন্টা ৪৬ মিনিট আগে
৪৬ দিন ২১ ঘন্টা ৪৬ মিনিট আগে
১০০ দিন ২ ঘন্টা ৬ মিনিট আগে
১০২ দিন ৬ ঘন্টা ৩৮ মিনিট আগে
১০৫ দিন ৩৭ মিনিট আগে