বর্তমান সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দের বদলী কে হয়রানি মুক্ত করতে অনলাইন বদলী উদ্ভাবন করেন। সেই উদ্দেশ্য গত ১ এপ্রিল ছিল শিক্ষকদের বদলি আবেদনের সর্ব শেষ দিন। নিয়ম অনুযায়ী উপজেলা শিক্ষা অফিসার যাচাই কারী কর্ম কত্তা। তিনি আবেদন এর সব কিছু যাচাই অন্তে অগ্রায়ন করবেন তার যাচাই এ র পরিপেক্ষিতে সেটা স্কোরিং এর জন্য অধিদপ্তর এ যাবে। সেখান থেকে ডিপিও চুড়ান্ত বদলী আদেশ জারি করবেন। কিন্তু আশাশুনি উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন যাচাই কাজে গাফিলতি করেন ,যার ফলশ্রুতিতে এখন কখনো একজন, পরবর্তীতে তাকে বাতিল করে আরেক জন এভাবে ই দিন কাটছে। উল্লেখ্য যে যাচাই কাযে যারা দূরত্ব বেশি দেখিয়েছে তারা স্কোরিং এ এগিয়ে। আবার বিয়ের পর স্বামীর বাড়ি গিয়েও তার পাশের বিদ্যালয়ে অবস্থান সত্ত্বেও তারা আবার বাবার ঠিকানা ব্যাবহার করেছে। এখন দেখা যায় বাড়ির ৫ কিলোমিটার এ চাকরি সত্ত্বেও ৩০ কিলো দূরত্ব এ চাকরি করতে আসে। বিষয় টি যথাযথ কতৃপক্ষ নজর দিবেন এ দাবি সচেতন মহলের।
২৩ ঘন্টা ৪০ মিনিট আগে
৯ দিন ২২ মিনিট আগে
১৪ দিন ১০ মিনিট আগে
১৬ দিন ৩৫ মিনিট আগে
২১ দিন ২৯ মিনিট আগে