কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের অলির বাপের পাড়া এলাকায় চুরির উদ্দেশ্যে বাড়িতে ঢুকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (১৩ মে) ভোরে বাদশা মিয়ার বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করে এক অজ্ঞাত যুবক। সে বাড়ির দুটি পানির মটর চুরি করতে গেলে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে এলাকাবাসী বিষয়টি টের পেয়ে চকরিয়া থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করে।
স্থানীয়দের মতে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণকারী যুবক অপরিচিত এবং ধারণা করা হচ্ছে, সে চুরির উদ্দেশ্যেই বাড়িটিতে প্রবেশ করেছিল।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়রা বাড়তি নিরাপত্তার দাবি জানিয়েছেন।
২ ঘন্টা ৯ মিনিট আগে
২ ঘন্টা ৩১ মিনিট আগে
৩ ঘন্টা ৬ মিনিট আগে
৩ ঘন্টা ১৮ মিনিট আগে
৩ ঘন্টা ৩০ মিনিট আগে
৩ ঘন্টা ৩১ মিনিট আগে
৩ ঘন্টা ৪৬ মিনিট আগে