বুধবার চট্টগ্রাম আসছেন প্রধান উপদেষ্টা সুন্দরবনে চরে ভারতের পুশইন করা ৭৫ বাংলাদেশি ও ৩ ভারতীয় মুসলিমকে কোস্টগার্ডের উদ্ধার ১১ মাস বয়সী শিশুর করুণ মৃত্যু: বালতির পানিতে পড়ে প্রাণ গেল মরিয়মের চকরিয়ায় চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু আন্দোলনের নামে জবির মেডিক্যাল দখল শিক্ষার্থীদের শেরপুরের নালিতাবাড়ীতে ভারতীয় মদ উদ্ধার, পিকআপ আটক অনশনের ১৮ ঘন্টায়ও নেই প্রশাসনের সাড়া,অসুস্থ একাধিক শিক্ষার্থী নতুন বাজেটে বাস্তবভিত্তিক এডিপি গ্রহণ করা হবে: ড. সালেহউদ্দিন আহমেদ এনবিআর বিলুপ্তির কারণ জানাল সরকার নলছিটিতে খালের পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু সরকারপ্রধান হিসেবে প্রথমবার চট্টগ্রাম যাচ্ছেন ড. ইউনূস জয়পুরহাটে ইটভাটার বিষাক্ত গ্যাসে ফসল নষ্টের কাঙ্খিত ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগ, ব্যবস্থা নেওয়া হয়নি ইটভাটার বিরুদ্ধে শৈলকুপায় যৌথ বাহিনীর অভিযানে ১০০ লিটার বাংলা মদ ধ্বংস গোয়ালন্দে কৃষান-কৃষানীদের অংশগ্রহনে অনুষ্ঠিত হলো “পার্টনার কংগ্রেস” আদমদীঘিতে গৃহবধূ রহস্যজনক নিখোঁজ বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশনে আন্দোলনরত শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে পরীক্ষার্থীদের মাঝে নৈতিক শিক্ষামূলক লিফলেট বিতরণ কুলিয়ারচরে আম পাড়াকে কেন্দ্র করে এক নারী নিহত, আহত ৩ ববি শিক্ষার্থীদের অনশন ১২ ঘণ্টায়ও প্রশাসনের কাছ থেকে আশ্বাসের অভাব একক_সংঘ ক্লাবের সভাপতি হলেন বিশিষ্ট রাজনীতিবিদ, ও ক্রীড়া সংগঠক সাইদুর রহমান বাচ্চু

আশাশুনির খাজরা ও বড়দলে ১০ গ্রামের জলাবদ্ধতা নিরসনে খাল উন্মুক্তের দাবি এলাকা বাসির।

আশাশুনির খাজরা ও বড়দল ইউনিয়নের ১০ গ্রামের স্থায়ী জলাবদ্ধতা নিরসনে স্লুইস গেট সংলগ্ন খালগুলো উন্মুক্ত করার দাবি জানিেেছন এলাকাবাসি।উপজেলার খাজরা ইউনিয়নের পশ্চিম খালিয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন চেউটিয়া টু খাজরা সড়কে ভূক্তভোগী এলাকাবাসীর আয়োজনে ঘন্টা ব্যাপী এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে শনিবার।মানববন্ধনে খাজরা ইউনিয়নের ফটিকখালি, গজুয়াকাটি, খালিয়া, পশ্চিম খাজরা, দেয়াবর্ষিয়া, পিরোজপুর, রাউতাড়া, কাপসণ্ডা ও বড়দল ইউনিয়নের বাইনতলা, পাচপোতা সহ বিভিন্ন গ্রামের ক্ষতিগ্রস্ত সহস্রাধিক জমির মালিকগন অংশ গ্রহন করেন।।  এলাকা বাসি বলেন বিগত  ২/৩ বছর ধরে জলাবদ্ধতা এবং গত এক বছর যাবত লবনাক্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না হওয়ায় ধান্য চাষ একেবারেই বন্ধ হয়ে পড়েছে আশাশুনি উপজেলার খাজরা ও বড়দল ইউনিয়নের প্রায় ৩ হাজার একর  আমন ধানের আবাদি জমি। এক ফসলি জমি হওয়ায় এই এলাকায় খাদ্য সংকটে পড়ে বিকল্প কর্মসংস্থানের জন্য বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছে স্থানীয় মধ্যবিত্ত থেকে শুরু করে নিন্ম মধ্যবিত্ত ও দরিদ্র  পরিবারের মানুষ। পানি নিষ্কাশনের স্থায়ী সমাধানের জন্য আমরা বিভিন্ন মহলে ও জনপ্রতিনিধির কাছে দেন দরবার করেও  অদ্যবধি কার্যকরি কোন পদক্ষেপ নেয়া হয়নি। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার  কারনে জলাবদ্ধতার একমাত্র অন্তরায় স্লুইস গেট সংলগ্ন খালগুলো উন্মুক্ত করার দাবিতে রাস্তায় নামতে বাধ্য হয়েছি।২০২৩ সালে কোন ফসল ঘরে তুলতে পারিনি তাই পরবর্তী ফসল নির্বিঘ্নে চাষাবাদ করতে এখন প্রয়োজন পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা।  উল্লেখ্য গত আষাঢ় মাস থেকে অতিবৃষ্টি ও লবন পানির ঘের মালিকদের নিষ্কাশিত লবনাক্ত পানিতে আমরা ডুবে আছি। সংশ্লিষ্ট এলাকার পানি কালকি স্লুইস গেট দিয়ে এতদিন নিষ্কাশিত হতো। কিন্তু বড়দলের কপোতাক্ষ নদের নাব্যতা হারিয়ে স্লুইস গেটের মুখে অতিরিক্ত পলি পড়ে গেট দিয়ে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। তারপর কপোতাক্ষ নদ খনন কাজ চলমান থাকায় পানি নিষ্কাশনের এ পথ কার্যত বন্ধ হয়ে গেছে। তাই বিকল্প ব্যবস্থা নেয়া এখন সময়ের দাবি। স্থায়ী সমাধানের জন্য খোলপেটুয়া নদীর পাউবো'র বেড়ী বাঁধে চেউটিয়া খালের মুখে ৪ ব্যান্ড স্লুইস গেট নির্মাণ করতে হবে। যতদিন না হবে ততদিন পর্যন্ত বর্ষা মৌসুমে চেউটিয়া খালের নদী সংলগ্ন পবনা খালের নেটপাটা অপসারণ করে আনুলিয়া ইউনিয়নের মনিপুর গ্রামের হরিমর্দন গেট পর্যন্ত উন্মুক্ত করতে হবে। এছাড়া দেয়াবর্ষিয়া খাল, পুকুরের খাল ও ঝোরের খালের নেটপাটা অপসারণ করলে ফটিকখালি বিলের পানি নিষ্কাশন করা সম্ভব হবে। জলাবদ্ধতার কারণে গত বছর ১০ হাজার বিঘা জমির মালিকরা ধান চাষাবাদ করতে না পেরে ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও একবছর যদি চাষাবাদ না করতে পারে তাহলে বিকল্প কর্মসংস্থানের জন্য ভূক্তভোগী এলাকাবাসীর বাড়ী ছেড়ে অন্যত্র যাওয়া ছাড়া উপায় থাকবে না।  দুর্ভোগ থেকে উত্তরণের জন্য চেউটিয়া খালের মুখে পাউবো'র বেড়ী বাঁধে স্লুইস গেট নির্মাণ ও খালের নেটপাটা অপসারণ করে জলাবদ্ধতার স্থায়ী সমাধানের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্ত ১০ গ্রামের মানুষ। #ক্যাপশান: আশাশুনির পশ্চিম খালিয়া স্কুল সড়কে স্থায়ী জলাবদ্ধতা নিরসনে মানববন্ধনের একাংশ।

Tag
আরও খবর





আশাশুনিতে কেমিস্টস সম্মেলন অনুষ্ঠিত

১৩ দিন ২৩ ঘন্টা ৫৬ মিনিট আগে