আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গায় ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জুন) বিকাল ৪ টায় তুয়ারডাঙ্গা হাইস্কুল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
তুয়ারডাঙ্গা যুব সমাজের আয়োজনে খেলার শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিম। আলহাজ্ব তফিজউদ্দিনের সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য ইব্রাহিম খলিল টুকু, ফুড অফিসার মনিরুল ইসলাম, ফিরোজ সিদ্দিকী, শিক্ষক দরবেশ-ই রসূল, সাইফুল ইসলাম, এমদাদুল সরদার প্রমুখ। খেলায় দরগাহপুর স্পোর্টিং ক্লাব ও চাঁদখালী রায়হান ফুটবল একাডেমি মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে উভয় দল ১-১ গোলে ড্র করলে খেলা ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে ৬-৫ গোলের ব্যবধানে দুরগাহপুর স্পোর্টিং ক্লাব জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় রেফারি ছিলেন, আনিছুর রহমান, আসাদুল হক ও রাহুল সরকার। ধারাভাষ্যে ছিলেন, সাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্যকার মোঃ আশরাফ হোসেন। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার আপ দলের ক্যাপ্টেনের হাতে ট্রপি তুলে দেন।
২৩ ঘন্টা ৩৬ মিনিট আগে
৯ দিন ১৮ মিনিট আগে
১৪ দিন ৭ মিনিট আগে
১৬ দিন ৩২ মিনিট আগে
২১ দিন ২৬ মিনিট আগে