আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে ২ লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। শনিবার দিবাগত রাতে কুল্যা ইউনিয়নের আরার গ্রামের দক্ষিণ বিলে এ ঘটনা ঘটে।
আরার মৌজায় ঘের মালিক আরার গ্রামের আনারুল মালীর ডিডকৃত ২২ বিঘা জমিতে মৎস্য ঘের আছে। সেখানে লক্ষাধিক টাকার বাগদা, গলদা, হরিনা সহ বিভিন্ন প্রজাতির সাদা মাছ ছাড়া রয়েছে। বর্তমানে মাছের মূল্য অনুমান ৩ লক্ষাধিক টাকা। ২৪ জুন দিবাগত রাতে কে বা কারা মাছের ঘেরে বিষ প্রয়োক করে। ঘের মালিক রবিবার ভোরে মৎস্য ঘেরে গিয়ে দেখেন বাগদা, গলদা, হরিনা সহ বিভিন্ন প্রজাতির সাদা মাছ ছটফট করছে এবং কিছু মাছ মরে ভাসছে। বেলা বাড়ার সাথে সাথে ঘেরে থাকা প্রায় ২ লক্ষাধিক টাকার মাছ মরে নষ্ট হয়ে যায়। তিনি বলেন, শনিবার রাত ১০টার দিকে একই গ্রামের ৩টি ছেলেকে তিনি ঘের সংলগ্ন এলাকায় সন্দেহজনক ভাবে চলাফেরা করতে দেখেন। তাদের সাথে মৎস্য চাষ কেন্দ্রীক দীর্ঘ দিন ধরে শত্রুতা চলছিল। তাদের দ্বারা বিষ প্রয়োগের ঘটনা ঘটতে পারে বলে তিনি অভিযোগ করেন। বিষয়টি স্থানীয় মেম্বর বসির আহম্মেদ টুকুকে দেখিয়ে ও জানিয়ে থানায় সন্দিগ্ধদের নাম উল্লেখ করে অভিযোগ করেছেন।
এব্যাপারে আশাশুনি থানা অফিসার ইনচার্জ মো মমিনুল ইসলাম পিপিএম সাংবাদিকদের জানান, ঘেরে বিষ প্রয়োগ করে মাছ বিনষ্টের অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
১ দিন ২ মিনিট আগে
৫ দিন ৩০ মিনিট আগে
৮ দিন ১ ঘন্টা ১৮ মিনিট আগে
৯ দিন ৪৫ মিনিট আগে
১৪ দিন ৩৩ মিনিট আগে
১৬ দিন ৫৮ মিনিট আগে
২১ দিন ৫২ মিনিট আগে