আশাশুনিতে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে উপজেলা কৃষক লীগের আয়োজনে কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আ'লীগের সহ-সভাপতি সাবেক ছাত্রলীগ নেতা শেখ সাইদ উদ্দীন। উপজেলা কৃষক লীগের সভাপতি এনএমবি রাশেদ সরোয়ার শেলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মতিলাল সরকারের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সভাপতি জেলা পরিষদ সদস্য মাহফুজা সুলতানা রুবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আ'লীগের যুগ্ম সম্পাদক ফিরোজ কামাল শুভ্র, যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রলীগ নেতা আখতারুজ্জামান আক্তার, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাছুজ্জামান জুয়েল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শ্রীউলা ইউপি চেয়ারম্যান ও শ্রীউলা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি প্রভাষক দীপঙ্কর বাঁচার দিপু, বড়দল ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আসাদুল ইসলাম ফকির, সাবেগ ছাত্রলীগ নেতা সমরেশ মন্ডলসহ বিভিন্ন ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ও সম্পাদকবৃন্দ। সমাবেশ সফল করায় জেলা নেতৃবৃন্দের মাধ্যমে ইউনিয়ন কৃষকদের সভাপতি সম্পাদক বৃন্দকে ক্রেস্ট উপহার দেওয়া হয়।
২৩ ঘন্টা ২৭ মিনিট আগে
৪ দিন ২৩ ঘন্টা ৫৫ মিনিট আগে
৯ দিন ১০ মিনিট আগে
১৩ দিন ২৩ ঘন্টা ৫৮ মিনিট আগে
১৬ দিন ২৩ মিনিট আগে
২১ দিন ১৭ মিনিট আগে