আশাশুনি উপজেলা এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) বেল ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা
নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে ও এনজিও ফোরামেন
সমন্বয়কারী মৌমাছি পরিচালক সুশান্ত মল্লিকের সঞ্চালনায় সভায় অতিথি হিসাবে
বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, উপজেলা সমাজ
সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম।
উপজেলা এনজিও ফোরামের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও সমাজ সেবা দপ্তরের আয়োজনে
সভায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে স্ব স্ব প্রকল্পের পরিচিতি ও
কার্যক্রম সম্পর্কে আলোচনা উপস্থাপন করেন, ফ্রেন্ডশীপের,,, সাখাওয়াত
হোসেন, ইডার,,, মোস্তাফিজুর রহমান ও উন্নয়ন প্রচেষ্টার মোস্তাফিজুর রহমান।
এছাড়া সভায় ব্যুরো বাংলাদেশের আতাউর রহমান, কারিতাসের ধীমান, ন্যাজারিন
মিশনের দে অঞ্জন কুমার, উন্নয়নের সাজ্জাদ হোসাইন, ইপিআরসি'র রাশিদুল আলম,
ব্র্যাকের তাজাম্মুল ইসলাম, আইডিয়ালের ওমর ফারুক, উত্তরণের সুমল কুমার দাশ,
দলিত এর এএইচ ফারুক, রূপান্তরের সবুজ কুমার প্রমুখ আলোচনা রাখেন ও উপস্থিত
ছিলেন। সভায় উপজেলায় কার্যরত এনজিওগুলো তাদের কার্যক্রম ও বাস্তবায়িত
কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। সভায় সকল এনজিও তাদের কার্যক্রম বাস্তবায়নে
পারস্পরিক সমন্বয় সৃষ্টি ও জন প্রতিনিধিদের সাথে সমন্বয় সাধনের মাধ্যমে
এলাকার উন্নয়নে দায়িত্বশীলতার পরিচয় প্রদানে কাজ করার জন্য সিদ্ধান্ত গৃহীত
হয়। সাথে সাথে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সাথে যোগসূত্র গড়ে তোলার ব্যাপারে
অভিমত ব্যক্ত করা হয়।