চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে শ্রী প্রশান্ত (২৮) নামে এক সুইপার আত্মহত্যা করেছে। সে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের মাধাইপুর গ্রামের শ্রী অচিন বাবুর ছেলে।
সোমবার (২৩ অক্টোবর) সকাল ৩ টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের মাধাইপুর গ্রামে এই ঘনটা ঘটে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, মৃত্যু শ্রী প্রশান্ত ও তার স্ত্রী শ্রী চুমকি একই ঘরে থাকা অবস্থায় মদ্য পান করে। পরে তার স্ত্রী ঘুমিয়ে পড়লে আনুমানিক ৩ টার দিকে প্রশান্ত তার ঘরের তীরের সাথে সুতার বেল্ট গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে। এলাকাবাসী ও পরিবার সুত্রে জানা যায়, শ্রী প্রশান্ত নিয়মিত মদ্যপান করে থাকতো, এর আগেও দুই বার সে আত্মহত্যা করার চেষ্টা করেছিলো। খবর পেয়ে পুলিশ গিয়ে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে এ বিষয়ে গোমস্তাপুর থানার একটি ইউডি মামলা হয়েছে।
২৪ দিন ২১ ঘন্টা ৩৯ মিনিট আগে
২৫ দিন ১৮ ঘন্টা ১২ মিনিট আগে
২৫ দিন ২২ ঘন্টা ৫ মিনিট আগে
২৬ দিন ১ ঘন্টা ১৭ মিনিট আগে
৩৩০ দিন ৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩৪৭ দিন ৪ ঘন্টা ১৬ মিনিট আগে
৩৬৮ দিন ৮ ঘন্টা ৩৪ মিনিট আগে
৪০৮ দিন ৩ ঘন্টা ৫৭ মিনিট আগে