কক্সবাজার উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্পে ১টি বিদেশী পিস্তল, ম্যাগাজিন, ২ রাউন্ড পিস্তলের গুলি ও ২ রাউন্ড রাইফেলের গুলিসহ ২ জন রোহিঙ্গা গ্রেফতার করেছে এপিবিএন পুলিশ।
বুধবার (১ নবেম্বর) ভোর অনুমান ০৫:১৫ ঘটিকার সময় মোঃ সাইফুজ্জামান, সহ-অধিনায়ক (পুলিশ সুপার) এর দেওয়া তথ্য ও তত্ত্বাবধানে অভিযানিক দল অভিযান পরিচালনা করে ধৃত আসামী রোহিঙ্গা ১। সলিম (১৯), পিতা-মৃত নুর আলম, মাতা-সেতারা বেগম, এফসিএন-১৯৬৬৮৭, ব্লক-সি/১, ক্যাম্প-৪, ও আইনের সহিত সংঘাত শিশু ২। ওমর ফরুক (১৬), পিতা-মৃত আমিন, মাতা-নুর বাহার, এফসিএন- ১৮৫০২৪, ব্লক-ই, সাব-ব্লক-ই/৬১, ক্যাম্প-৩, সর্ব থানা-উখিয়া, জেলা-কক্সবাজারকে রাজাপালং ইউপি এর ৬নং ওয়ার্ড দক্ষিণ ফলিয়া পাড়া নার্সারী টিলার নুর আহমদ এর বসতঘরের পাশ হতে ০১টি বিদেশী পিস্তল, ম্যাগজিন, ০২(দুই) রাউন্ড পিস্তলের গুলি ও ০২(দুই) রাউন্ড রাইফেলের গুলিসহ গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
১০ দিন ৭ ঘন্টা ২৪ মিনিট আগে
১৪ দিন ৯ ঘন্টা ২৮ মিনিট আগে
২১ দিন ৮ ঘন্টা ৩ মিনিট আগে
২৫ দিন ১৪ ঘন্টা ৪৯ মিনিট আগে
২৯ দিন ১১ ঘন্টা ৭ মিনিট আগে
৩১ দিন ৮ ঘন্টা ২৪ মিনিট আগে
৩১ দিন ১৪ ঘন্টা ৪৪ মিনিট আগে
৩৩ দিন ৮ ঘন্টা ১ মিনিট আগে