“শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়” এ প্রতিপাদ্যকে ধারণ করে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, র্যালি, আলোচনা সভা, কেন্দ্রীয়ভাবে আয়োজিত অনুষ্ঠান সরাসরি সম্প্রচার, চিত্রাঙ্কন, রচনা, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৮ অক্টোবর বুধবার সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রশাসন ও ঝিনাইগাতী থানার পক্ষ থেকে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। পুষ্পমাল্য অর্পণ শেষে এক দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়া’র সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ফয়জুর রাজ্জাক আকন্দ, বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান আকন্দ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হকসহ অন্যান্যরা। এসময় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১১ ঘন্টা ৩৭ মিনিট আগে
১১ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৫ ঘন্টা ৩২ মিনিট আগে
১ দিন ১৮ ঘন্টা ১১ মিনিট আগে
২ দিন ১৫ ঘন্টা ৪ মিনিট আগে
৩ দিন ১৯ ঘন্টা ৪৩ মিনিট আগে
৫ দিন ১২ ঘন্টা ১২ মিনিট আগে
৫ দিন ১৭ ঘন্টা ২৭ মিনিট আগে