শেরপুর জেলার ঝিনাইগাতীতে ৮ বছর বয়সী তৃতীয় শ্রেনিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগে ফয়সাল (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। ২২ আগষ্ট ২০২৩ মঙ্গলবার রাতে উপজেলার সদর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ফয়সাল উপজেলা সদরের আব্দুস সামাদ (নজরুল) এর ছেলে। এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, ফয়সাল গত ১৯ আগষ্ট শনিবার উপজেলার নলকুড়া ইউনিয়নের পশ্চিম মানিককুড়া গ্রামে তার নানার বাড়ি বেড়াতে আসে।ঐ দিন বিকালে প্রতিবেশি আঃ ছামাদের তৃতীয় শ্রেনিতে পড়ুয়া কন্যা ওই বাড়িতে খেলতে আসে।এসময় ফয়সাল, মোশাররফ হোসেনের সহায়তায় ওই শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। এসময় ফয়সালের পরিবার ঘটনাটি গোপন রাখতে কয়েকজন মিলে ধর্ষিত শিশুর বাবা-মাকে ব্যাপক চাপ দেয়। আহত ভিকটিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি না করে স্থানীয়ভাবে পল্লী চিকিৎসক এক মহিলা দ্বারা সেলাই এর কাজ করেন। কিন্তু পরবর্তীতে ঘটনাটি জানাজানি হয়ে গেলে ভিকটিমের পরিবার বিষয়টি থানা পুলিশকে ও সাংবাদিকদের কে অবগত করেন রাত ১২টায় পুলিশ এবং সাংবাদিকদের সহয়তায় ভিকটিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ভিকটিমকে শেরপুর জেলা সদর হাসপাতালে রেফার্ড করা হয়। এ ব্যাপারে ভিকটিমের পিতা বাদী হয়ে ২ জনকে আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে থানা পুলিশ মঙ্গলবার রাতেই ফয়সালকে গ্রেফতার করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভূইয়া বলেন, গ্রেফতারকৃত আসামীকে আজ বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।
১২ ঘন্টা ২ মিনিট আগে
১৫ ঘন্টা ৫৬ মিনিট আগে
১ দিন ১৮ ঘন্টা ৩৬ মিনিট আগে
২ দিন ১৫ ঘন্টা ২৮ মিনিট আগে
৩ দিন ২০ ঘন্টা ৮ মিনিট আগে
৫ দিন ১২ ঘন্টা ৩৬ মিনিট আগে
৫ দিন ১৭ ঘন্টা ৫২ মিনিট আগে