বগুড়ার শাজাহানপুরে আড়িয়া বাজার হাইওয়ে সংলগ্ন তাজ হোটেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক অর্থদন্ড করা হয়েছে।
আজ (১৩-০৭-২০২৪) শনিবার, আড়িয়া শাজাহানপুর হাইওয়ে সংলগ্ন তাজ হোটেলে একজন ভোক্তার অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্টেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম। অস্বাস্থ্যকর ও খোলা পরিবেশে খাবার পরিবেশসনসহ যথাযথ নিয়মে মোড়কীকরণ ব্যতীত দই/মিষ্টি বিক্রয়ের কারণে ৫,০০০(পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একইসাথে তাদের যথা নিয়মে রেস্টুরেন্টে পরিচালনার বিষয়ে বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন ২০১৪ মোতাবেক জেলা প্রশাসকের নিবন্ধন/অনুমোদন প্রাপ্তির জন্য আইনানুগ পরামর্শ ও সর্তক করা হয়।
পরবর্তীতে খরনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আচরণ বিধি প্রতিপালন নিশ্চিতকরণে খরনা ও বীরগ্রাম বাজারে অভিযান পরিচালনা করেন। দেয়ালে পোস্টার লাগানোর কারণে একজন প্রার্থীকে সর্তক করা হয়েছে। উপস্থিত এলাকাবাসী নির্বাচন আচরণ বিধি সম্পর্কে ব্রিফ করা হয়েছে। প্রশাসনের কার্যক্রমে তারা সন্তুষ্ট প্রকাশ ও সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেছেন। এছাও নির্বাচনী এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানান।
অভিযান পরিচালনা কালীন সময়ে সার্বক্ষণিক সহযোগিতা করেন শাজাহানপুর থানা পুলিশ এবং আনসার সদস্য।
১১ দিন ১৮ ঘন্টা ২ মিনিট আগে
২৭ দিন ১৬ ঘন্টা ৪৯ মিনিট আগে
৩৭ দিন ১৮ ঘন্টা ৬ মিনিট আগে
৫০ দিন ২১ ঘন্টা ৫৫ মিনিট আগে
৬১ দিন ২ ঘন্টা ১৩ মিনিট আগে
৬৫ দিন ১৬ ঘন্টা ৫৬ মিনিট আগে
৬৮ দিন ১৩ ঘন্টা ৩৫ মিনিট আগে
৬৮ দিন ২০ ঘন্টা ৪১ মিনিট আগে