ঠাকুরগাঁও-লাহিড়ী- নেকমরদ রুটে বাস সার্ভিস চালুর দাবী নোয়াখালীতে ট্রেনের দাবিতে ছাত্র-জনতার রেলপথ অবরোধ মানববন্ধন সাউথইস্ট ইউনিভার্সিটি ট্রাস্টের ১৩৬তম সভা অনুষ্ঠিত রাবিতে চান্স পেলো সাংবাদিকের পুত্র নাজমুস সাকিব লোহাগাড়ায় জাল টাকার নোটসহ পুলিশের জালে আটক ৩। জাতীয় ঐক্যের প্রতীক তারেক রহমান লোহাগাড়া উপজেলা যুবদলের প্রস্তুতি সভা অনু্ষ্ঠিত। ক্ষেতলাল প্রেসক্লাবের সভাপতি আজিজার সাধারণ সম্পাদক হাসান আলী নির্বাচিত কুষ্টিয়ায় মাদক সম্রাজ্ঞী কামিনী গ্রেপ্তার পীরগাছায় মাটি বহনকারী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে চার বছরের শিশু নিহত মাওলানা রইস উদ্দিন হতাকাণ্ডের বিচার ও ইসলাম বিদ্বেষী নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন তুহিনের মুক্তির দাবিতে ডোমারে তাঁতী দলের বিক্ষোভ ইসলামি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত "পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসা"। চোরাই ১২ টি রেল লাইনের পাতের খুঁটির ৬টি ফেরৎ দিলেও বাকীগুলো উদ্ধারের চেষ্টা নেই ★ প্রশাসন চুরি ও উদ্ধার ঘটনাই জানেন না ★ খুঁটি উঠানো ও চোরাই পথে বিক্রয়ের নায়ক মইজুদ্দীন ধরা ছোঁয়ার বাইরে কথা বলতে পারাটা, অধিকার আদায়ের প্রথম ধাপ : পীরগাছায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ডোমারে ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে গ্রেপ্তার-১ জবির দুই হলের প্রকল্পের কাজ শেষ পর্যায়ে:- উপাচার্য লালপুরে বিশ্ব গণমাধ্যম দিবস পালন জাতীয় ঐকমত্য কমিশন কারও প্রতিপক্ষ নয়: ড. আলী রীয়াজ সুধীজনদের সাথে মত মতবিনিময় সভা করলেন সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

টানা ৪১ দিন নামাজ আদায়ে ২৫ শিশু-কিশোর পেল সাইকেল

নোয়াখালী কোম্পানীগঞ্জ চরকাঁকড়া গ্রামের দারুস সালাম জামে মসজিদ কর্তৃপক্ষ ও কালের কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার মাসুদ আলমের ব্যতিক্রমী উদ্যোগে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করা ২৫ জন শিশু-কিশোরকে সাইকেল প্রদান করা হয়েছে। 

শনিবার (৪ জানুয়ারি) সকাল ১১টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে নর মিয়া পণ্ডিত বাড়ির দরজায় দারুস সালাম জামে মসজিদের সামনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সাইকেল বিতরণ করা হয়। 

এই উদ্যোগে মোট ৩২ জন শিশু-কিশোর জামাতে নামাজে অংশ নেয়। তাদের মধ্যে ২৫ জন টানা ৪১ দিন দারুস সালাম জামে মসজিদে নিয়মিত জামাতে নামাজ আদায় করে সাইকেল পাওয়ার যোগ্যতা অর্জন করে।

সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) হাবেল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ বেলয়াতে হোসেন এবং কোম্পানীগঞ্জ ক্লিনিক মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আবদুল কুদ্দুস। অনুষ্ঠানটি পরিচালনা করেন মিজানুর রহমান।

মসজিদ কমিটির সভাপতি মো. কামাল হোসেন বলেন, “শিশুদের নামাজে অভ্যস্ত করতে এটি আমাদের জন্য একটি সাহসী পদক্ষেপ ছিল। তাদের খুশি করতে পেরে আমরা আনন্দিত।”

এই উদ্যোগের সমন্বয়ক হাফেজ কুতুব উদ্দীন বলেন, “আমাদের লক্ষ্য ছিল এমন একটি প্রজন্ম গড়ে তোলা, যারা ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।” 

পুরস্কারপ্রাপ্ত শিশু কিশোররা জানায়, এই উদ্যোগের মধ্যেমে আমাদের মধ্যে নামাজের প্রতি আগ্রহ তৈরি হয়েছে। আমারা প্রতিদিন মসজিদে গিয়ে নামাজ পড়ার পাশাপাশি স্কুলে যাতায়াতে সাইকেলের সুবিধা পাচ্ছি। 

স্থানীয়রা মনে করেন, এই ধরনের উদ্যোগ কিশোরদের নৈতিক ও ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এমন ব্যতিক্রমী আয়োজন অন্যদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।
আরও খবর