কচুয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা সার্ভেয়ারের পরিদর্শন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশের সাংবাদিকদের সাথে মতবিনিময় চিলমারীতে "কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের" দিনব্যাপী, হাতে-কলমে শিক্ষা সফর শেরপুরের শ্রীবরদীতে ভেজাল বিরোধী অভিযানে ৮০ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভারত-পাকিস্তান উত্তেজনাকর পরিস্থিতিতে বাংলাদেশের উদ্বেগ একনেকে ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে সীমান্তে এসপিদের সতর্ক থাকার নির্দেশ ভারত থেকে বাংলাদেশে পুশইন গ্রহণযোগ্য নয় ডোমারে ইউএনও'র যোগদান ও বিদায় সংবর্ধনা ফটিকছড়ি উপজেলা ছাত্রদল কতৃক এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ ১৭ বছর পর মোংলায় উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন নির্বাচন রাজবাড়ী বিআরটিএতে দুদকের অভিযান: চার দালাল আটক, টাকা উদ্ধার লাখাই উঠেছে তালের শাঁস,প্রচন্ড তাপদাহে বেড়েছে তালের শাঁসের কদর। শ্রীমঙ্গলে নগরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন নিশ্চিতে ম্যাক বাংলাদেশের মতবিনিময় ও ইউএনও বরাবর নারী ফোরামের স্মারকলিপি সাতক্ষীরায় নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের সংলাপ অনুষ্ঠিত আক্কেলপুর একযুগ আগে থেকে ঝুঁকিপূর্ণ ঘোষণা পর ও চলছে স্কুলের পাঠদান। শ্যামনগরে সাংবাদিকদের জলবায়ু বিষয়ক প্রশিক্ষণ কচুয়ায় বিভিন্ন উপকার ভোগীদের মাঝে চেক বিতরণ রাসেল ভাইপার আতঙ্কে কৃষক,গামবুট বিতরণ করলেন উপজেলা প্রসাশন।

কৃষির সাফল্যে মধুপুরের ছানোয়ার পেলেন- বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার

ছবির ক্যাপশন-মধুপুর (টাঙ্গাইল): মধুপুরের কৃষক ছানোয়ার হোসেন কৃষিমন্ত্রীর হাত থেকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার গ্রহণ করছেন।

টাঙ্গাইলের মধুপুর গড়ের লার মাটির কৃষক তার বাড়ির আঙ্গিনায় কৃষি ফসলের বৈচিত্র্য এনে পেয়েছেন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার। লাল মাটির বুকে ফলিয়েছেন সোনার ফসল। জৈব কৃষিতে এগিয়ে গেছেন। কৃষি ফসলের বৈচিত্র্য আনতে নিজে মাথার ঘাম শ্রম আর মেধাকে কাজে লাগিয়ে এগিয়ে গেছেন কয়েক ধাপ। মধুপুর গড়ের লাল মাটিতে প্রথম কফি ,মাল্টা, কমলা চাষ করে তাক লাগিয়ে দেন। সে থেকে কৃষকের ধারনা পাল্টে গেছে। মাটিতে সব ধরনের ফসল ফলানো সম্ভব। তারপর থেকে বাড়তে থাকে মাল্টা ,কফি , ড্রাগনসহ অন্যান্য চাষ। ছানোয়ার হোসেন এখন মধুপুরের কৃষকের অনুকরণীয়। তিনি গড়েছেন একখন্ড কৃষির রাজ্য। বছর পেলেন কৃষিতে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার

টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা গ্রামের জামাল হোসেনের ছেলে ছানোয়ার হোসেন। তিনি ১৯৯২ সালে স্নাতক পাস করার পর সিলেটের একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা পেশায় যোগ দেন। ওই প্রতিষ্ঠানে পাঁচ বছর শিক্ষকতা করার পর শিক্ষকতা পেশা ছেড়ে নিজ গ্রামে চলে আসেন। আগে থেকেই কৃষিকাজে আগ্রহ ছিল তার। বাড়িতে ফিরে আনারস চাষের মাধ্যমে কৃষিকাজে যুক্ত হন। এরপর থেকে  মাল্টা, ড্রাগন, কলা, পেয়ারা কফি চাষের  বাণিজ্যিকভিত্তিক খামার স্থাপন করেন। কৃষিকাজ তাকে যেমন সফলতা এনে দিয়েছে তেমনি ভাগ্যে জুটেছে জাতীয় পুরস্কার।

১৪২৬ সালের বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পেয়েছেন তিনি। বাণিজ্যিকভিত্তিক খামার স্থাপনের মাধ্যমে কৃষি উন্নয়নে অবদান রাখার জন্য তাকে পুরস্কার প্রদান করা হয়। ১২ অক্টোবর বুধবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে কৃষিমন্ত্রী .আব্দুর রাজ্জাকের হাত থেকে ছানোয়ার আনুষ্ঠানিক ভাবে ব্রোঞ্জ পদক গ্রহণ করেন

ছানোয়ার হোসেন বলেন, বর্তমানে পাঁচ একর জমিতে আনারস, চার একর জমিতে মাল্টা, দুই একর করে জমিতে কলা, পেয়ারা ড্রাগন, ৫০ শতাংশ জমিতে কফি এবং তিন একর জমিতে ধান চাষ করছেন। তিনি নিজের পৈতৃক জমি অন্যের জমি ভাড়া নিয়ে এসব ফলের চাষ করছেন। কৃষিকাজ করে ভালো আছি। ফল বিক্রি করে ভালো লাভ হচ্ছেন। নিজে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পেরেছি পাশাপাশি কিছু মানুষের কর্মসংস্থান করতে পেরেছি, এটাই বড় প্রাপ্তি। তিনি শুধু  কৃষিকাজই করেন না২০১৪ সালে নিজ গ্রামে পৈতৃক জমিতে প্রতিষ্ঠা করেছেন মহিষমারা কলেজ। বছর কলেজটি এমপিওভুক্ত হয়েছে।

কৃষক ছানোয়ার নিজ বাড়ির আঙ্গিনায় উৎপাদনমূখী কৃষি শিক্ষা বিষয়ক পরামর্শ কেন্দ্র স্থাপন করেছেন। তার বাগান পরিদর্শনে আশা সাধারণ কৃষকসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ আসে। তিনি তাদের আদর্শ কৃষক হওয়ার নানা পরামর্শ দিয়ে থাকেন। কৃষকদের নিয়ে সপ্তাহের প্রতি শনিবার উৎপাদন মূখী শিক্ষা কৃষি বিষয়ে ক্লাস পরিচালনার পরিকল্পনা করছেন বলে জানান ছানোয়ার।

গ্রামের লোকজন জানান, ছানোয়ার মেধাবী এবং পরিশ্রমি। শিক্ষকতা চাকরি ছেড়ে গ্রামে ফিরে ফল চাষ দিয়ে কৃষিকাজ শুরু করেন। কয়েক বছরের মধ্যে বাণিজ্যিক খামার গড়ে তুলেন। খামারে বিভিন্ন ধরনের ফল চাষ করে স্বাবলম্বী হয়েছেন। তাঁকে দেখে উদ্বুদ্ধ হয়ে ফল চাষ শুরু করেন নিজ এলাকা আশপাশের উপজেলার  অনেকে। তাঁরাও লাভবান হচ্ছেন।

মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল বলেন, ছানোয়ার হোসেন একজন আদর্শ কৃষক। কৃষি বিভাগের পক্ষ থেকে তাকে সব সময় পরামর্শ দেওয়া হয়। তাঁর  পুরস্কার প্রাপ্তি অন্য চাষিদের অনুপ্রাণিত করবে। ফলে মধুপুরে তার মতো আরো অনেকে কৃষিকে সাফল্য অর্জন করবে বলে তিনি মনে করেন

 



Tag
আরও খবর