দেশের প্রতিটি সীমান্তে পুলিশ সুপারদের (এসপি) সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন আইজিপি বাহারুল ইসলাম। ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনার জেরে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (৭ মে) বিকেলে রাজধানীর গুলশানে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনে ‘বাংলাদেশ পুলিশ বার্ষিক শুটিং প্রতিযোগিতা এবং আইজিপি কাপ-২০২৪’ এর চূড়ান্ত প্রতিযোগিতায় সংবাদিকদের এই নির্দেশনার কথা জানান আইজিপি।
তিনি বলেন, ‘ভারত ও পাকিস্তানের সংঘাত ঘিরে বাংলাদেশের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, কোনো জঙ্গি বা সন্ত্রাসীরা যেন দেশে প্রবেশ করতে না পারে, এজন্য সীমান্ত জেলাগুলার পুলিশ সুপারদের সতর্ক করা হয়েছে।’
এদিকে, ভারত-পাকিস্তানের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে উভয় দেশকে শান্ত, সংযত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পরিস্থিতি আরও খারাপ করতে পারে- এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়েছে।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভারত ও পাকিস্তানের ক্রমবর্ধমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার।
আরও জানানো হয়, আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতা বজায় রাখতে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে দুই দেশকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানানো হয়েছে। এই অঞ্চলের জনগণের কল্যাণে শান্তি বজায় রাখা হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
৪৩ মিনিট আগে
৯ ঘন্টা ৩০ মিনিট আগে
১৪ ঘন্টা ৬ মিনিট আগে
১৪ ঘন্টা ১৩ মিনিট আগে
১৪ ঘন্টা ২২ মিনিট আগে
১৫ ঘন্টা ১৩ মিনিট আগে
১৬ ঘন্টা ১৪ মিনিট আগে