পৃথিবীতে সবচেয়ে ভারী হল পিতার কাধে পুত্রের লাশ। এর চেয়ে ভারী বোঝা দ্বিতীয়টি আছে বলে মনে হয় না। কাধে করে পুত্রের লাশ বহন করে কবরে শায়িত করা খুবই করুণ দৃশ্য। ৭মে বুধবার রাত ১০ টায় লোহাগাড়া রশিদার পাড়ার বাসিন্দা বিদ্যুৎস্পৃষ্টে আহত তামিমকে তার পিতা মোহাম্মদ আমিন ও এলাকাবাসী খাটিয়ায় বহন করে জানাজার মাঠে নিয়ে যায়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় অংশ নেন বহু সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান। তার আত্বার মাগফিরাত চেয়ে দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য যে, গত ২৯ এপ্রিল লোহাগাড়া উপজেলার রশিদার পাড়ার আমিন উদ্দীন এর পুত্র তামিম ভয়াবহ বিদ্যুৎপৃষ্ঠ হয়ে আহত হন। তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা জানান, তার অবস্থা খুবই সংকটাপন্ন। ফলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৬ মে রাত সাড়ে ১২ টার দিকে সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যর খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আইনী প্রক্রিয়া শেষে ৭মে তামিমের লাশ বাড়ীতে নিয়ে আসা হয় এবং রাত ১০ টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে তার পিতা- মাতা মানসিকভাবে খুবই ভেঙ্গে পড়েছে।
৩২ মিনিট আগে
৫ ঘন্টা ৮ মিনিট আগে
১৩ ঘন্টা ৫৪ মিনিট আগে
১৮ ঘন্টা ৩০ মিনিট আগে
১৮ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৮ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৯ ঘন্টা ৩৭ মিনিট আগে