বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের যুগপৎ আন্দোলন কয়রায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন গুচ্ছ 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ মে, সকল প্রস্তুতি সম্পন্ন বিএনপি ব্যবসায়ী বান্ধব পরিবেশ গড়তে  বদ্ধপরিকর: বিএনি নেতা ওবায়দুর রহমান চন্দন সুন্দরবন থেকে ৪২ কেজি হরিণের মাংস জব্দ, শিকারী পলাতক ঘাটাইলে রাত হলেই চলে মাটি খেকোদের তান্ডব আদমদীঘিতে পোল্ট্রি ফার্মের ১হাজার মুরগীর বাচ্চা পদদলিত করে মেরে ফেলেছে দুর্বৃত্তরা আদমদীঘিতে জামায়াত নেতাসহ তিনজনকে মারপিট করে দুই মোটরসাইকেল মোবাইল ফোন ছিনতাই দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ তাড়াহুড়ো কোনো কাজ ভাল লাগে না লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে আহত তামিম চিরনিদ্রায় শায়িত। কচুয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা সার্ভেয়ারের পরিদর্শন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশের সাংবাদিকদের সাথে মতবিনিময় চিলমারীতে "কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের" দিনব্যাপী, হাতে-কলমে শিক্ষা সফর শেরপুরের শ্রীবরদীতে ভেজাল বিরোধী অভিযানে ৮০ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভারত-পাকিস্তান উত্তেজনাকর পরিস্থিতিতে বাংলাদেশের উদ্বেগ একনেকে ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে সীমান্তে এসপিদের সতর্ক থাকার নির্দেশ ভারত থেকে বাংলাদেশে পুশইন গ্রহণযোগ্য নয়

গুচ্ছ 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ মে, সকল প্রস্তুতি সম্পন্ন

গুচ্ছ 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ মে, সকল প্রস্তুতি সম্পন্ন


জিএসটি গুচ্ছভুক্ত ১৯ টি  বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের 'এ'  ইউনিটের  ভর্তি পরীক্ষা আগামীকাল ৯ মে, ২০২৫ তারিখ শুক্রবার বেলা ১১:০০ টা থেকে ১২:০০ টা পর্যন্ত এবং আর্কিটেকচার পরীক্ষা বিকেল ৩:০০টা থেকে ৪:০০টা পর্যন্ত দেশের ২১ টি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 


‘এ’ (বিজ্ঞান) ইউনিটের পরীক্ষায় ১,৪২,৭১৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৭ হাজার ৩০৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এছাড়া  বিকেলের আর্কিটেকচার পরীক্ষায় ৩ হাজার ১৩৯ জন অংশ নিবে। এর মধ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান  ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১২২ জন পরীক্ষা দিবে। 


গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  ভাইস-চ্যান্সেলর  অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম  আখন্দ  জানান, 'সি'  ও  'বি'  ইউনিটের  মতো  'এ'  ইউনিটের ভর্তি পরীক্ষা নির্বিঘ্ন, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে নেয়ার  লক্ষ্যে  পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি  বিশ্ববিদ্যালয়ে তথ্য কেন্দ্র  এবং পরীক্ষা চলাকালীন সময়ে  অভিভাবকদের জন্যও নির্ধারিত স্থানে  নিরাপদে বসার ব্যবস্থা করা হয়েছে।  


কমিটির আহ্বায়ক গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভাইস-চ্যান্সেলরগণের সাথে সভা করে ইতোমধ্যে  সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেছেন। সভায় উপস্থিত সদস্যগণ পরীক্ষার  সকল প্রস্তুতি সন্তোষজনক বলে মত প্রকাশ করেন।   


আহবায়ক মহোদয় গত ২৫ এপ্রিল অনুষ্ঠিত 'সি' ও ২ মে অনুষ্ঠিত 'বি' ইউনিটের  পরীক্ষার মতো  ৯ মে অনুষ্ঠিতব্য  'এ'  ইউনিটের পরীক্ষা  চলাকালীন সময়েও  সংশ্লিষ্ট  প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরসমূহের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। 


একই সঙ্গে তিনি, এই বৃহৎ পরিসরে আয়োজিত 'এ'  ইউনিটের ভর্তি পরীক্ষার সার্বিক সমন্বয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণকে তাঁদের স্ব স্ব দায়িত্ব আন্তরিকভাবে পালন করার জন্য অনুরোধ করেন। 


অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ   আসন্ন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থী এবং তাঁদের পরিবারবর্গকে আন্তরিক শুভেচ্ছা জানান। সেই সঙ্গে আগামী পরীক্ষায় তাঁদের যাত্রা যেন নিরাপদ, নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ হয়—সে প্রত্যাশাও ব্যক্ত করেন।"


উল্লেখ, 'বি'  ইউনিটের ভর্তি পরীক্ষা গত ২ মে অনুষ্ঠিত হয়, ফলাফল প্রকাশিত হয় ৫ মে।  ' সি' ইউনিটের ভর্তি পরীক্ষা গত ২৫ এপ্রিল  অনুষ্ঠিত হয় এবং  ফলাফল প্রকাশিত হয় ২৮ এপ্রিল । 




আরও খবর