কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের খুদিয়ারটেক সাগর তীর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ এক জেলের মরদেহ দুই দিন পর কুতুবদিয়ার সাগর তীর থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ১০ টার দিকে মরদেহ উদ্ধার হওয়া ব্যক্তির নাম তরিকুল্লাহ (৩৯)। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে বাঁশখালীর উপকূল থেকে তরিকুল্লাহসহ কয়েকজন জেলে নৌকা নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। পরে, অমজাখালী সংলগ্ন সাগরে নোঙর করে এবং তরিকুল্লাহসহ কয়েকজন জেলে গোসল করতে নামেন। এসময় তরিকুল্লাহ স্রোতে তলিয়ে যায়। তখন অন্য জেলেরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাননি। বুধবার সকালে কুতুবদিয়ার খুদিয়ারটেক এলাকায় একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে কুতুবদিয়া থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে, তরিকুল্লাহর পরিবারের লোকজন গিয়ে মরদেহটি শনাক্ত করেন।কুতুবদিয়া থানার ওসি গোলাম কবির বলেন, আইনী প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
১২ দিন ৪ ঘন্টা ৫৬ মিনিট আগে
২৭ দিন ৪৮ মিনিট আগে
২৭ দিন ৫ ঘন্টা ৫৮ মিনিট আগে
৩৬ দিন ১৯ ঘন্টা ৩৭ মিনিট আগে
৩৭ দিন ৯ ঘন্টা ২৩ মিনিট আগে
৩৯ দিন ৩ ঘন্টা ৩৩ মিনিট আগে
৪৪ দিন ৬ ঘন্টা ২১ মিনিট আগে
৪৮ দিন ৫ ঘন্টা ৫১ মিনিট আগে