আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের উন্নয়নের লক্ষ্যে অঙ্কনের মাধ্যমে সম্পদ ও ঝুঁকি চিহ্নিত করণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে আইডিয়াল এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
লিলিয়ান ফণ্ডস, নেদারল্যান্ডস এর অর্থায়নে সেন্টার ফর ডিজ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিপিডি) ঢাকার সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল।
কর্মশালায় অংশ গ্রহণ করেন মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, সিপিপি সদস্য, এনজিও প্রতিনিধি, প্রতিবন্ধী শিশু, ইমাম ও পুরোহিত বৃন্দ।
সিবিআর কর্মকর্তা সুব্রত বাছাড়ের সঞ্চালনায় কর্মশালায় প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন প্রজেক্ট কোঅর্ডিনেটর ফারজানা মোস্তাহিদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ শরিয়ত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক বাকী বিল্লাহ, শিক্ষক রবিউল ইসলাম, সাংবাদিক সমীর রায়, ইউপি সদস্য তারক চন্দ্র মণ্ডল, তারিকুল আওয়াল, মঙ্গল চন্দ্র সরকার, ময়না খাতুন, প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে ফিল্ড ট্রেইনার আফতাবুজ্জামান, সিবিআর কর্মকর্তা ইউসুফ আলী ও করবী স্বর্ণকারের সার্বিক ব্যবস্থাপনায় সদর ইউনিয়নের প্রতিবন্ধী শিশু ও যুবদের উন্নয়নের লক্ষ্যে সম্পদ ও ঝুঁকির মানচিত্র অঙ্কন করা