ভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের, দাবি দিল্লির লালপুরে তথ্য চাওয়ায় সাংবাদিককে হুমকি ও মিথ্যা মামলার ভয়।। চট্টগ্রাম বে টার্মিনালে ২৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে -বিডা’র চেয়ারম্যান খাসিয়া হাওর সীমান্তে উত্তেজনা, মুখোমুখি বিএসএফ-বিজিবি ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প শেরপুরে বিআরটিএ অফিসে দুদকের অভিযান শ্রীমঙ্গলে গঠনতন্ত্র লঙ্ঘন-স্বৈরাচারীতার ৮ম বর্ষপূর্তি উপলক্ষে অধিকার বঞ্চিত সাধারণ ব্যবসায়ীদের মানববন্ধন বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের যুগপৎ আন্দোলন কয়রায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন গুচ্ছ 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ মে, সকল প্রস্তুতি সম্পন্ন বিএনপি ব্যবসায়ী বান্ধব পরিবেশ গড়তে  বদ্ধপরিকর: বিএনি নেতা ওবায়দুর রহমান চন্দন সুন্দরবন থেকে ৪২ কেজি হরিণের মাংস জব্দ, শিকারী পলাতক ঘাটাইলে রাত হলেই চলে মাটি খেকোদের তান্ডব আদমদীঘিতে পোল্ট্রি ফার্মের ১হাজার মুরগীর বাচ্চা পদদলিত করে মেরে ফেলেছে দুর্বৃত্তরা আদমদীঘিতে জামায়াত নেতাসহ তিনজনকে মারপিট করে দুই মোটরসাইকেল মোবাইল ফোন ছিনতাই দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ তাড়াহুড়ো কোনো কাজ ভাল লাগে না লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে আহত তামিম চিরনিদ্রায় শায়িত। কচুয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা সার্ভেয়ারের পরিদর্শন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশের সাংবাদিকদের সাথে মতবিনিময়

শ্রীমঙ্গলে গঠনতন্ত্র লঙ্ঘন-স্বৈরাচারীতার ৮ম বর্ষপূর্তি উপলক্ষে অধিকার বঞ্চিত সাধারণ ব্যবসায়ীদের মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ব্যবসায়ী সমিতির গঠনতন্ত্র লঙ্ঘন ও মেয়াদোত্তীর্ণ কমিটির বিরুদ্ধে স্বৈরাচারীতার অভিযোগ এনে মানববন্ধন, স্মারকলিপি ও কেক কেটে ৮ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির অধিকার বঞ্চিত সাধারণ সদস্যবৃন্দের ব্যানারে শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে অন্যরকম প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। আয়োজিত মানববন্ধনের ব্যানারে ‘স্বৈরাচারী নেতা জিন্দাবাদ, স্বেচ্ছাচারিতা অমর হোক’ স্লোগান এবং গঠনতন্ত্র লঙ্ঘন ও স্বৈরাচারীতার ৮ম বর্ষপূর্তি উদযাপন (২০১৭-২০২৫) লেখা ছিল। মানববন্ধনে অধিকার বঞ্চিত সাধারণ ব্যবসায়ীরা বলেন, আমরা শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সদস্যবৃন্দ আজ ৫ বছর যাবত সরাসরি ভোটের মাধ্যমে যোগ্য প্রতিনিধি নির্বাচন করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি। সর্বসম্মতিক্রমে অনুমোদিত গঠনতন্ত্রের কোন ধারায় নির্বাচন স্থগিত করা হয়েছে এবং ৫ বছর মেয়াদোত্তীর্ণ কমিটির নেতারা কিভাবে সমিতির কার্যক্রম পরিচালনা ও দায়িত্ব পালন করে যাচ্ছেন সে বিষয়ে নেতারা এখনও সমিতির সাধারণ সদস্যদের কাছে স্পষ্ট ব্যাখ্যা দেননি। আমাদের ভোটে নির্বাচিত সমিতির নেতারা বিভিন্ন টালবাহানায় বছরের পর বছর নির্বাচন আয়োজনে গড়িমসি করছেন। যার ফলে আমরা সাংবিধানিক মৌলিক ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছি। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গ্রহণযোগ্য কমিটি গঠনের জন্য আমরা কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করেছি। এরই অংশ হিসেবে আজকের এই কর্মসূচি। গত কয়েক বছরে আমরা ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা, মানববন্ধন, লিফলেট বিতরণ, উপজেলা পরিষদ কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কার্যালয়ে একাধিক স্মারকলিপি জমা দিয়েছি। কিন্তু আজ পর্যন্ত সমিতির সদস্যদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় কেউই কার্যকরি পদক্ষেপ গ্রহণ করেননি। শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করতে আমরা ব্যবসায়ী সমিতির সাধারণ সদস্যরা অনতিবিলম্বে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জোর দাবি জানাচ্ছি। আমরা দ্রুততম সময়ের মধ্যে ব্যবসায়ী সমিতির নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করে সাধারণ সদস্যদের প্রত্যক্ষ ভোটে ব্যবসায়ী নেতা নির্বাচনের সুযোগ করে দেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্টরদের দায়িত্বশীল ভূমিকা ও আন্তরিক সহযোগিতা কামনা করছি। মানববন্ধনে সাধারণ ব্যবসায়ীরা কেক কেটে স্বৈরাচারীতার ৮ম বর্ষপূর্তি উদযাপন করেন। মানববন্ধন শেষে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির অধিকার বঞ্চিত সাধারণ সদস্যরা র‌্যালি নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেন। কর্মসূচিতে অংশ নেন ব্যবসায়ী মোহাম্মদ শাহিন আহমেদ, ব্যবসায়ী ফখরুল আহমেদ, রফিকুল ইসলাম, শাহাদত হোসেন, রাফি আহমদ, রিপন মিয়া, বেলাল আহমদ প্রমুখ। শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সদস্য মোহাম্মদ শাহিন আহমদ বলেন, বিগত স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের আশির্বাদপুষ্ট কমিটি একটি সুসংগঠিত ও শক্তিশালী সংগঠনকে অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত করেছে। সাধারণ সদস্যদের মতামত অগ্রাহ্য করে ব্যবসায়ী নেতারা ৫ বছরের বেশি সময় ধরে নির্বাচন না দিয়ে সমিতির পদে রয়েছেন। ২০১৭ সালের ২৪ মে সর্বশেষ শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই নির্বাচনে তিন বছর মেয়াদি কমিটি গঠিত হয়। এরপর আর কোনো নির্বাচন বা কমিটি গঠন করা হয়নি। ব্যবসায়ী সমিতির সাধারণ সদ্যরা শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতিকে আরও গতিশীল করতে অনতিবিলম্বে ২০১০ সালের সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়ার দাবি জানান। এ বিষয়ে জানতে চাইলে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি এএসএম ইয়াহিয়া বলেন, ২০১৭ সালে নির্বাচনের মাধ্যমে ৩ বছরের মেয়াদে সমিতির কমিটির গঠন করা হয়েছিল। মেয়াদের বাইরে আরও কয়েক বছর চলে যাওয়ার পরও আমরা নির্বাচন দিতে পারিনি এটা আসলেই লজ্জার। আমাদের ব্যবসায়ী সমিতির সব উপদেষ্টা এখন পলাতক রয়েছেন। তবে আমরা নির্বাচনের জন্য ইউএন সাহেবের সাথে যোগাযোগ করেছি এবং ইউএনও অফিসে কাগজপত্র জমা দিয়েছি। আশা করি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কার্যক্রম চালাতে পারবো। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন বলেন, কয়েক মাস আগে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির কয়েকজন সদস্য আমার সাথে দেখা করে বিষয়টি জানিয়েছিলেন। বর্তমান কমিটির নেতৃবৃন্দরাও এ বিষয়ে আমার সাথে যোগাযোগ করেছেন। তবে এখনও চূড়ান্ত কোনো আলোচনা-সিদ্ধান্ত হয়নি। স্মারকলিপির বিষযে জানতে চাইলে ইউএনও বলেন, আমি শ্রীমঙ্গলে বাহিরে একটি মিটিংয়ে আছি। আজকের স্মারকলিপি এখনও আমি দেখিনি। অফিসে এসে বিষয়টি খোঁজ নিয়ে দেখবো।
Tag
আরও খবর




681ca152c1c54-080525061930.webp
৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

৩ ঘন্টা ৩৫ মিনিট আগে