হামিদের বিদেশ গমন ও আ.লীগ নিষিদ্ধ নিয়ে মুখ খুললেন আইন উপদেষ্টা ভারতের ৫০ সেনাকে হত্যার দাবি পাকিস্তানের আ.লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে অবস্থান জুমার পরও চলবে: হাসনাত ছাত্রদের সঙ্গে একাত্মতা প্রকাশ ইলিয়াস কাঞ্চনের জেপিবির শার্শায় সাজাপ্রাপ্ত আসামী ও মাদক ব্যবসায়ীসহ আটক-৩ দুর্যোগ বিষয়ক মহড়া সাগর পাড়ের জীবন যুদ্ধ ঝিনাইদহের কালীগঞ্জে ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ আগুন সাবেক মেয়র আইভি গ্রেফতার সাতক্ষীরায় বিএসটিআই অনুমোদিত লাইসেন্স না থাকায় দুই ড্রিংকিং ওয়াটার মালিককে জরিমানা খুবিতে প্রফেসর দীপক কামাল মেমোরিয়াল স্কলারশিপ পেলন ১৬ শিক্ষার্থী মানবতার সেবায় রেড ক্রিসেন্টের ভূমিকা অতুলনীয় - চট্টগ্রাম সিটি মেয়র আ. লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থানের ঘোষণা ঝিনাইগাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের ১৬টি টাওয়ারসহ পাইপ ধ্বংস, ১টি ট্রাক ও ২টি মাহিন্দ্র জব্দ বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টার কাইয়ুমের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে, অভিযোগ পদবঞ্চিত নেতাদের কৃষ্ণনগরে কালিকাপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত নিয়মিত ক্রু মিটিং বাস্তবায়ন করায় পুরস্কার পেলেন বাকৃবির রোভার স্কাউট লিডার প্রথমবারের মতো ইন্টার্নশিপ পেল বাকৃবির মাৎস্যবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আশাশুনিতে অঙ্কনের মাধ্যমে প্রতিবন্ধীদের সম্পদ ও ঝুঁকি চিহ্নিত করণ কর্মশালা পীরগাছায় ভাবীর হোটেলে ১৯৯টাকায় পাওয়া যাবে একটি মোটরসাইকেল ভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের, দাবি দিল্লির

জলিল-জাহান ফাউন্ডেশনের হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

সাতকানিয়া-লোহাগাড়া সহ সমগ্র চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য দাতব্য সংস্থা জলিল-জাহান ফাউন্ডেশন আয়োজিত এটিএন বাংলায় প্রচারিত ‘কুরআনের ধ্বনি’ শিরোনামে  হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৩ সম্পন্ন হয়েছে। 

গত ৮ মে’ ২০২৩ থেকে প্রতিযোগিতার রেজিষ্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে ১৭ ও ১৮ জুলাই সাতকানিয়া উপজেলার কেরানীহাটস্থ সী-ওয়ার্ল্ড রিসোর্টে দু’দিনব্যাপী বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।

সম্পূর্ণ বাছাই পর্বটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বনামধন্য হাফেজ, ক্বারি ও উলামায়ে কেরামগণের তত্ত্বাবধানে সম্পন্ন হয়। প্রথম ১৫ পারা তথা ‘মাক্কি গ্রুপ’ ও সম্পূর্ণ ৩০ পারা তথা ‘মাদানি গ্রুপ’ নামে দুটি বিভাগে বিভক্ত বাছাই পর্বে অংশগ্রহণকারী ৮০০ প্রতিযোগী থেকে শীর্ষ ১২ জন করে মোট ২৪ জনকে নিয়ে প্রতিযোগিতার মূল পর্বগুলো রাজধানী শহর ঢাকায় অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় অংশগ্রহণের পাশাপাশি প্রত্যেক প্রতিযোগী মা-বাবা ও ভাইবোনদের সাথে নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধি, পদ্মাসেতু, জাতীয় চিড়িয়াখানা, হাতিরঝিল ও মেট্রোরেল ভ্রমণের সুযোগ লাভ করেন। গত ২৮ জুলাই ২০২৩ তারিখে জলিল-জাহান ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী এই ক্ষুদে হাফেজদের নিয়ে টুঙ্গিপাড়াস্থ সমাধীস্থলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গের মাগফিরাত কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল আয়োজন করেন।

 প্রতিযোগিতার মূল পর্বগুলো গত ৬ আগস্ট থেকে ১৮ আগস্ট, প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টা থেকে দেশের স্বনামধন্য টেলিভিশন এটিএন-বাংলায় সম্প্রচারিত হয়েছে। এই পর্যায়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজ, ক্বারি ও ওলামা মশায়েখগণ বিচারক ও অতিথি হিসেবে উপস্থিত থেকে সমগ্র আয়োজনটিকে সমৃদ্ধ করেছেন। উপস্থিত উলামায়ে কেরাম ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণের ভাষ্যমতে, আঞ্চলিক পর্যায়ে ইতঃপূর্বে অতবড় পরিসরে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি। আঞ্চলিক পর্যায়ের এই আয়োজনটি গুণগত দিক থেকে জাতীয় ও আন্তর্জাতিক মানের হয়েছে বলেও অভিমত প্রকাশ করেন তাঁরা। 

প্রতিযোগিতায় মাদানি গ্রুপের প্রথম স্থান অর্জনকারী নগরীর আগ্রাবাদস্থ তামিরুল উম্মাহ আদর্শ মাদরাসার ছাত্র আদিলুল করিম অন্যান্য পুরস্কারের সাথে নগদ ১ লক্ষ টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারী সাতকানিয়াস্থ মাইজপাড়া হামিদিয়া হেফজখানা ও এতিমখানার ছাত্র তাহমিদুল ইসলাম তানযীম নগদ ৫০ হাজার, তৃতীয় স্থান অর্জনকারী লোহাগাড়াস্থ আল-কোরআনুল কারীম ইনস্টিটিউটের ছাত্র মোহাম্মদ সোয়াইব ২৫ হাজার, চতুর্থ থেকে দ্বাদশ স্থান অর্জনকারী প্রত্যেকে ১০ হাজার টাকা করে নগদ অর্থ লাভ করেন। মাক্কি গ্রুপের প্রথম স্থান অর্জনকারী নগরীর চন্দনপুরাস্থ আল-জাবেরিয়া আদর্শ হিফ্জ মাদরাসার ছাত্র মোঃ তানজিদ অন্যান্য পুরস্কারের সাথে নগদ ৫০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারী সাতকানিয়ার কেরানীহাটস্থ আল-কোরআনুল কারীম ইনস্টিটিউটের ছাত্র রাফতুল ইসলাম রাহাত নগদ ২৫ হাজার, তৃতীয় স্থান অর্জনকারী লোহাগাড়া আমিরাবাদস্থ আল-কোরআনুল কারীম ইনস্টিটিউটের ছাত্র মুহাম্মদ আকিল হোসেন ১৫ হাজার, চতুর্থ থেকে দ্বাদশ স্থান অর্জনকারী প্রত্যেকে নগদ ৫ হাজার টাকা করে পান।

উভয় গ্রুপের শীর্ষ ৩ জন করে মোট ৬ জন প্রতিযোগীর গর্বিত পিতাগণ জলিল-জাহান ফাউন্ডেশনের সম্পূর্ণ অর্থায়ন ও তত্ত্বাবধানে পবিত্র উমরাহ হজ পালন করবেন।

জলিল-জাহান ফাউন্ডেশন হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৩ এর চট্টগ্রাম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমগ্র আয়োজনকে সমৃদ্ধ করেছেন আল-জামেয়া আল-ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক ও ইসলামি ব্যাংক বাংলাদেশ লিঃ এর শরীয়াহ বোর্ড এর সম্মানিত চেয়ারম্যান হযরত আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ। ১৮ আগস্ট অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালে পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র ইমাম, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আল্লামা মুহিব্বুল্লাহ হিল বাকী, আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত ক্বারি মোহাম্মদ আব্দুল্লাহ, মাওলানা ক্বারি হামিদুল্লাহ, হাফেজ মাওলানা নাজির মাহমুদ, ভাষ্যকার, উপস্থাপক ও এটিএন বাংলার ভাইস চেয়ারম্যান ক্বারি এ কে এম ফিরোজ। উপস্থিত থেকে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার ও নগদ অর্থ তুলে দেন কবি ও প্রাবন্ধিক, জলিল-জাহান ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজ চিন্তক আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী। সমগ্র আয়োজনটি সফলভাবে সম্পন্ন হওয়ায় প্রশাসন, সংবাদমাধ্যম সহ সংশ্লিষ্ট সবার প্রতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

বিশেষভাবে উল্লেখ্য যে, সাতকানিয়া-লোহাগাড়া সহ চট্টগ্রামে প্রলয়ঙ্করী বন্যা ও তৎপরবর্তী পরিস্থিতির কারণে প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা ও জাতীয় শোকদিবস উপলক্ষ্যে পূর্বঘোষিত ১৯ আগস্টের মেজবান বন্যার্তদের সাহায্যার্থে উৎসর্গ করা হয় এবং গত ১১ আগস্ট জলিল-জাহান ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ ১ হাজারের অধিক পরিবারকে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

Tag
আরও খবর





ঈদের আনন্দের পূর্ণতা শিশুদের উদযাপনেই

৩৯ দিন ৪ ঘন্টা ৯ মিনিট আগে