চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী ডা. মো. আফছারুল আমীন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিঊন)।
শুক্রবার (২ জুন) বিকাল ৪ টার দিকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দীর্ঘদিন ধরে তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। ২০২০ সালের জানুয়ারিতে তাঁর ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে।
শুক্রবার সকালে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। বিকেলে তিনি মারা যান।
মৃত্যুকালে আফসারুল আমীন চিকিৎসক স্ত্রী, দুই সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২০ সালের জানুয়ারিতে আফছারুল আমীনের ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। তিনি শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বর্তমান সভাপতি। চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর) আসনে ১৯৯৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত পর পর পাঁচবার সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে তিনি এই আসন থেকে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সরকারের নৌপরিবহন ও পরে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রীর দায়িত্বে ছিলেন।
এদিকে তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতারা তার মৃত্রুতে গভীর শোক এরবং সমাবেদনা জানিয়েছেন।
৩ দিন ৫ ঘন্টা ৯ মিনিট আগে
৪ দিন ৬ ঘন্টা ২৪ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ৭ মিনিট আগে
৪৪ দিন ৯ ঘন্টা ৩০ মিনিট আগে
৪৭ দিন ৯ ঘন্টা ৩০ মিনিট আগে
১০০ দিন ১৩ ঘন্টা ৫০ মিনিট আগে
১০২ দিন ১৮ ঘন্টা ২১ মিনিট আগে
১০৫ দিন ১২ ঘন্টা ২১ মিনিট আগে