লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে আহত তামিম চিরনিদ্রায় শায়িত। কচুয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা সার্ভেয়ারের পরিদর্শন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশের সাংবাদিকদের সাথে মতবিনিময় চিলমারীতে "কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের" দিনব্যাপী, হাতে-কলমে শিক্ষা সফর শেরপুরের শ্রীবরদীতে ভেজাল বিরোধী অভিযানে ৮০ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভারত-পাকিস্তান উত্তেজনাকর পরিস্থিতিতে বাংলাদেশের উদ্বেগ একনেকে ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে সীমান্তে এসপিদের সতর্ক থাকার নির্দেশ ভারত থেকে বাংলাদেশে পুশইন গ্রহণযোগ্য নয় ডোমারে ইউএনও'র যোগদান ও বিদায় সংবর্ধনা ফটিকছড়ি উপজেলা ছাত্রদল কতৃক এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ ১৭ বছর পর মোংলায় উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন নির্বাচন রাজবাড়ী বিআরটিএতে দুদকের অভিযান: চার দালাল আটক, টাকা উদ্ধার লাখাই উঠেছে তালের শাঁস,প্রচন্ড তাপদাহে বেড়েছে তালের শাঁসের কদর। শ্রীমঙ্গলে নগরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন নিশ্চিতে ম্যাক বাংলাদেশের মতবিনিময় ও ইউএনও বরাবর নারী ফোরামের স্মারকলিপি সাতক্ষীরায় নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের সংলাপ অনুষ্ঠিত আক্কেলপুর একযুগ আগে থেকে ঝুঁকিপূর্ণ ঘোষণা পর ও চলছে স্কুলের পাঠদান। শ্যামনগরে সাংবাদিকদের জলবায়ু বিষয়ক প্রশিক্ষণ কচুয়ায় বিভিন্ন উপকার ভোগীদের মাঝে চেক বিতরণ

মৌলভীবাজারে নানা আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মৌলভীবাজারে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে স্যাটেলাইট চ্যানেল এনটিভি ২০ বছর পেরিয়ে ২১ বছরের পদার্পন অনুষ্ঠান পালিত হয়েছে। 

সোমবার ৩ জুলাই দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে এনটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। এনটিভির স্টাফ করেসপনডেন্ট এস এম উমেদ আলীর সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক নজরুল ইসলামের সঞ্চালনায় অলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক ও কলামিষ্ট আবদুল হামিদ মাহবুব, মৌলভীবাজার টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও এটিএন বাংলার প্রতিনিধি সৈয়দ মহসীন পারভেজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, সিনিয়র সাংবাদিক সৈয়দ রুহল আমীন।

পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া তার বক্তব্যে এনটিভির বিভিন্ন অনুষ্ঠানের প্রশংসা করে বলেন, এনটিভি তিনি দেখেন কারণ হচ্ছে এটার গ্রাফিক ও সাউন্ড খুব ভালো। নিউজের পরে মন্তব্যগুলো জুড়ে দেয় সেই মন্তব্য। এগুলোতে কোন রাজনৈতিক কথা থাকেনা। প্রতিটা কন্টেন্ট প্রকৃত কন্টেন্ট থাকে, জনগনের কথা থাকে। অনেকগুলো চ্যানেল আমি খুললে দেখি যে একটা নয়েজ ক্রিয়েট করছে। আমার কাছে মনে এটি এক ধরনের শব্দ দূষণ। এনটিভি’র গ্রাফিক সাউন্ড এটা আমার কাছে খুব শ্রুতিমধুর মনে হয়। ২১ বছরের পদার্পনে এনটিভি’র সকল সাংবাদিক, কলাকুশলীর সমন্বয়ে দৃঢ় প্রত্যয়ে তাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা করেন। 

সভায় অন্যান্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক ও বাংলারদিন পত্রিকার সম্পাদক বকসী ইকবাল আহমদ, মৌলভীবাজার সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি ও বিশিষ্ট নাট্যকার খালেদ চৌধুরী, দৈনিক জনকন্ঠ ও বাংলাভিশন প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, দিপ্তটিভি প্রতিনিধি বকসি মিছবাহ উর রহমান, একাত্তর টিভি প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাদ, সাংবাদিক মোঃ আজাদুর রহমান আজাদ, মৌলভীবাজার টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও এখন টিভির জেলা প্রতিনিধি এম এ হামিদ, সরকারি কৌসুলী এডভোকেট আনোয়ারুল ইসলাম জাবেদ, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)’র জেলা প্রতিনিধি হাসানাত কামাল, রেডিও পল্লীকন্ঠ ৯৯.২ এফএম এর সিনিয়র স্টেশন ম্যানেজার মেহেদী হাসান, শেখ বোরহান উদ্দিন (র:) ইসলামি সোসাইটি (বিআইএস) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব।

এছাড়া এনটিভি’র ২১ বছরের পদার্পন অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুভেচ্ছা জানান, দৈনিক প্রথম আলো নিজস্ব প্রতিবেদক আকমল হোসেন নিপু, দৈনিক খবরপত্র প্রতিনিধি জেলা প্রতিনিধি শ.ই সরকার জবলু, মনুবার্তা সম্পাদক মোঃ জসিম উদ্দিন, দৈনিক মৌমাছিকন্ঠ পত্রিকার সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোর জেলা প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম সিরাজ, কালের কন্ঠ জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, মৌলভীবাজার ২৪ ডটকমের সম্পাদক ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মোঃ মাহবুবুর রহমান রাহেল, চ্যানেল টোয়েন্টিফোর জেলা প্রতিনিধি আব্দুর রব, রেডিও পল্লীকন্ঠের প্রোগ্রাম প্রডিউসার মোঃ আল আমিন, মাইটিভির জেলা প্রতিনিধি সঞ্জয় দেব, এশিয়ান টিভির শ্রীমঙ্গল প্রতিনিধি এসকে সুমন, ডেইলি ষ্টারের জেলা প্রতিনিধি মিন্টু দেশোয়ারা, দৈনিক বাংলা একাত্তর জেলা প্রতিনিধি মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি মশাহিদ আহমদ, মিনু থিয়েটার মৌলভীবাজারের সভাপতি সাইফুল ইসলাম সোহেল, পাতাকুঁড়ির দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার জনি বেগম ও শাহরিয়ার খান সাকিব, বাংলাভিশন ক্যামেরা পার্সন মোহাম্মদ আব্দুল্লাহ, সাংবাদিক মঞ্জু বিজয় চৌধুরী, আনন্দ পাঠশালার প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুস সালাম তালুকদার, সাহায্যের পথ সামাজিক সংগঠনের প্রধান স্বেচ্ছাসেবক মো: মাসুক, ন্যাশনাল চ্রিলড্রেন ট্রাক্সফোর্স মৌলভীবাজার জেলা শাখার ড্রিস্ট্রিক ভলেন্টিয়ার দ্বীপ্র ধর অর্গ, গার্লস্ গাইড এসোসিয়েশনের রেঞ্জার রিপা আক্তার, যুব নেটওয়ার্কের সাম্মী আক্তার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে এনটিভি পরিবারকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি সহ সামাজিক ও সাংস্কৃতিক  সংগঠনের নেতৃবৃন্দ। 

পরে প্রতিষ্ঠা বার্ষিকীর এই আনন্দ দিনে প্রেসক্লাব প্রাঙ্গনে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা উন্নত জাতের ফলজ গাছের চারা বিতরণ করা হয়।


Tag
আরও খবর



বড়লেখায় বিষপানে তরুণীর মৃত্যু

৪৩ দিন ৩ ঘন্টা ৫৬ মিনিট আগে