বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৪র্থ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী আইভি আক্তার আইরিন মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
আজ ২৬ আগষ্ট (শনিবার) সকাল ৬.৫০ মিনিটে তিনি ইন্তেকাল করেছেন। তার মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন নিহতের বিশ্ববিদ্যালয়ের সহপাঠী জান্নাতুল ফেরদৌসী লাকী।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১ বছর ধরে কিডনি জটিলতায় ভোগেন তিনি। আইভির দুটি কিডনি নষ্ট হয়ে গিয়েছিল। অর্থাভাবে মেডিকেলে ভর্তি করাতে না পারায় আইভি আক্তার লালমনিরহাটের পাটগ্রামে নিজ বাসা থেকেই মাঝে মাঝে রংপুরে এসে চিকিৎসা নিচ্ছিলেন। স্বাভাবিকভাবে কিডনি জটিলতায় সপ্তাহে দুইদিন ডায়ালাইসিস করতে হলেও, তার একবার করে সপ্তাহের বাকিদিন করতে হত জীবন-মরণ যুদ্ধ। দীর্ঘ এই সংগ্রামের পর অবশেষে তিনি ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকগমন করেন। তার মৃত্যুতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে নেমেছে শোকের ছায়া।
২৪৯ দিন ২ ঘন্টা ২৮ মিনিট আগে
২৫৫ দিন ১৮ ঘন্টা ২৩ মিনিট আগে
২৮১ দিন ২ ঘন্টা ৪৭ মিনিট আগে
২৮৩ দিন ১৭ ঘন্টা ৮ মিনিট আগে
৩০২ দিন ৫ ঘন্টা ৪০ মিনিট আগে
৩১৬ দিন ২১ ঘন্টা ২৮ মিনিট আগে
৩২৩ দিন ২০ ঘন্টা ৪৫ মিনিট আগে
৩৩৭ দিন ২১ ঘন্টা ২ মিনিট আগে