জামালপুর জেলার এসএসসি ব্যাচ ১৯ এর শিক্ষার্থীদের নিয়ে গঠিত নাইনটিন ক্লাবের ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হয়।
গতকাল শুক্রবার (১৪ জুন) জেলা আব্দুল হাকিম স্টেডিয়ামে একদিন ব্যাপী এই প্রতিযোগিতার উদ্ভোদন হয়। উক্ত আয়োজনে ছয়টি দল অংশগ্রহণ করে। বিকেল পাঁচ ঘটিকায় পুরুষ্কার বিতরণী আয়োজন হয়।
পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মির্জা জিল্লুর রহমান শিপন ( সাধারণ সম্পাদক, জেলা ক্রিড়া সংস্থা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আল-আমিন (সাধারণ সম্পাদক, জেলা ফুটবল এসোসিয়েশন)। মুনতাসীর রহমান সাদাফ (সাধারণ সম্পাদক, জামালপুর শহর ছাত্রলীগ)। ইমরান হাসান জোসেফ, (সহ-সম্পাদক, জামালপুর জেলা ছাত্রলীগ)
মির্জা জিল্লুর রহমান শিপন দেশচিত্রকে বলেন, " এমন আয়োজন সত্যি প্রশংসনীয়। যুবক সমাজ যখন মাদকের ছায়ায় আচ্ছন্ন তখন তোমরা খেলার মাঠে সময় দিয়েছ। তোমাদের ধন্যবাদ জানাই।"
মোঃ আল আমিন দেশচিত্রকে বলেন, " জেলার উদীয়মান ফুটবল খেলোয়াড়দের প্রতিভাকে বিকাশিত করতে এমন ফুটবল চর্চা আরও প্রয়োজন।"
মুনতাসীর রহমান সাদাফ দেশচিত্রকে বলেন " ছাত্রলীগের পক্ষ থেকে আপনাদের সকলের শুভেচ্ছা। মাদকমুক্ত সমাজ করতে খেলাধুলার অবকাশ নেই।"
উক্ত ফুটবল টুর্নামেন্টের ছয় দলের অংশগ্রহণে আশি জন এসএসসি ব্যাচ ১৯ এর শিক্ষার্থী অংশগ্রহণ করে। পুরুষ্কার বিতরণী আয়োজন শেষে শিক্ষার্থীরা খাওয়া দাওয়া করে ও উৎসব আনন্দ করে।
২৪৮ দিন ৯ ঘন্টা ৩৬ মিনিট আগে
২৫৫ দিন ১ ঘন্টা ৩০ মিনিট আগে
২৮০ দিন ৯ ঘন্টা ৫৪ মিনিট আগে
২৮৩ দিন ১৫ মিনিট আগে
৩০১ দিন ১২ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩১৬ দিন ৪ ঘন্টা ৩৫ মিনিট আগে
৩২৩ দিন ৩ ঘন্টা ৫২ মিনিট আগে
৩৩৭ দিন ৪ ঘন্টা ৯ মিনিট আগে