সাতক্ষীরায় মান্দারবাড়িয়া চরে বিএসএফ কর্তৃক পুশ ইন ৭৮ জন, উদ্ধার স্বজনদের কাছে হস্তান্তর জবিতে সেমিষ্টার ফাইনাল পরীক্ষা বন্ধ রেখে আন্দোলনের ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ নোয়াখালীতে ১৩ মামলার আসামি যুবলীগ কর্মিকে পিটিয়ে হত্যা, আটক ২ অসচ্ছল শিক্ষার্থীর পাশে জাবি ছাত্রদল নেতা হিরন বুধবার চট্টগ্রাম আসছেন প্রধান উপদেষ্টা সুন্দরবনের চরে পুশইন ৭৫ জনকে পরিবারের কাছে হস্তান্তর, তিনজন কারাগারে ১১ মাস বয়সী শিশুর করুণ মৃত্যু: বালতির পানিতে পড়ে প্রাণ গেল মরিয়মের চকরিয়ায় চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু আন্দোলনের নামে জবির মেডিক্যাল দখল শিক্ষার্থীদের শেরপুরের নালিতাবাড়ীতে ভারতীয় মদ উদ্ধার, পিকআপ আটক অনশনের ১৮ ঘন্টায়ও নেই প্রশাসনের সাড়া,অসুস্থ একাধিক শিক্ষার্থী নতুন বাজেটে বাস্তবভিত্তিক এডিপি গ্রহণ করা হবে: ড. সালেহউদ্দিন আহমেদ এনবিআর বিলুপ্তির কারণ জানাল সরকার নলছিটিতে খালের পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু সরকারপ্রধান হিসেবে প্রথমবার চট্টগ্রাম যাচ্ছেন ড. ইউনূস জয়পুরহাটে ইটভাটার বিষাক্ত গ্যাসে ফসল নষ্টের কাঙ্খিত ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগ, ব্যবস্থা নেওয়া হয়নি ইটভাটার বিরুদ্ধে শৈলকুপায় যৌথ বাহিনীর অভিযানে ১০০ লিটার বাংলা মদ ধ্বংস গোয়ালন্দে কৃষান-কৃষানীদের অংশগ্রহনে অনুষ্ঠিত হলো “পার্টনার কংগ্রেস” আদমদীঘিতে গৃহবধূ রহস্যজনক নিখোঁজ বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশনে আন্দোলনরত শিক্ষার্থীরা

নান্দাইলে রঙিন ফুলকপি চাষে বাদল চন্দ্ৰ বৰ্মনের চমক

নান্দাইলে রঙিন ফুলকপি চাষে বাদল চন্দ্ৰ বৰ্মনের চমক। প্রতিটি কপি গাছে হলুদ ও বেগুনী রঙের ফুলকপি। যেন ক্ষেত জুড়ে রঙের ছড়াছড়ি। হলুদ ও বেগুনী রঙের মাঝে মিশে গেছে প্রকৃতি।আর এরি মাঝে কৃষক বাদল চন্দ্ৰ বৰ্মন সেই রঙে রঙিন হয়ে উঠেছেন।


ময়মনসিংহের নান্দাইলে পৌরসভার চন্ডিপাশা এলাকার বাসিন্দা বাদল চন্দ্ৰ বৰ্মন (৬৩) প্রথমবারের মত পরীক্ষামূলকভাবে রঙিন ফুলকপি চাষ করে চমক দেখিয়েছেন।রঙিন ফুলকপি চাষে খুশি স্থানীয় কৃষি বিভাগ।


হলুদ ও বেগুনি রঙের ফুলকপি চমকে দিয়েছে সবাইকে।রীতিমত তারকা বনে গেছেন কৃষক বাদল। আকারে বড় এবং দামেও বেশি এসব ফুলকপি থেকে যথেষ্ট লাভেরও প্রত্যাশা করছেন তিনি।


কপির বাম্পার ফলন ও ভালো দাম পেয়ে খুশি তিনি।তার এমন সফলতা দেখে আগ্রহী হচ্ছেন স্থানীয় কৃষকরাও।প্রতিদিন উৎসুক মানুষ ছুটে আসছেন রঙিন কপি দেখতে।স্থানীয় হাট-বাজার রয়েছে এর অনেক চাহিদা।


সরেজমিন শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বাদলের কপি বাগানে গিয়ে দেখা যায়, কৃষক বাদল ক্ষেত থেকে বিক্রির জন্য কপি তুলছেন।রঙিন ফুলকপির সৌন্দর্য দেখতে প্রতিদিন সকাল-বিকাল তার ক্ষেতে ভিড় জমাচ্ছেন উৎসুক মানুষ। তাদের মধ্যে কেউ কেউ ফুলকপি কিনছেন, কেউ বা পরামর্শ নিচ্ছেন। আবার অনেকেই রঙিন ফুলকপির সঙ্গে ছবি তুলছেন ও ভিডিও করছেন


বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবীড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিসের সহযোগিতায়  ২০ শতক জমিতে রঙিন ফুলকপি চাষ করেছেন কৃষক বাদল। 


কৃষি অফিস বলছে, এই ফুলকপি চীনে খাওয়া হয় সালাদ হিসেবে। তবে সাদা ফুলকপির তুলনায় রঙিন জাতের ফুলকপির পুষ্টিগুণ বেশি। বাজারেও এর চাহিদা বেশি,দেখতেও সুন্দর। সাদা ফুলকপির মতোই কম খরচ ও কম পরিশ্রমে রঙিন কপি চাষ করে লাভবান হওয়া সম্ভব।


সবজি হিসেবে নিরাপদ ও এলাকায় নতুন ফসল হওয়ায় স্বাভাবিক কারণেই এই রঙিন ফুলকপির চাহিদা অনেক বেশি। আর অল্প খরচে লাভ বেশি হওয়ায় আগ্রহ বাড়ছে অন্য চাষিদের মাঝেও। প্রতিদিনই রঙিন ফুলকপির বাগান দেখতে আসছেন আশপাশের কৃষকরা।


নেত্রকোনা থেকে এসেছেন তাপস রাহা। তিনি রঙিন কপি দেখতে এসেছেন। দুটি কপি কিনেছেন। তিনি বলেন,রঙিন ফুলকপি দেখতে এলাম। দেখে অনেক ভালো লাগলো।দুটি কপি ১২০ টাকা দিয়ে কিনেছি।


পৌরসভার বাসিন্দা গৌরাঙ্গ পাল,গৌরাঙ্গ সরকার আবু সাঈদ,কাজলা রাণী বর্মণ এসেছেন রঙিন ফুলকপি কিনতে। তারা প্রত্যেকেই রঙিন ফুলকপি পেয়ে খুব খুশী।


কৃষক বাদল চন্দ্র বর্মণ বলেন হলুদ ও বেগুনি রঙের ফুলকপির দুই হাজার চারা রোপণ করেছিলাম। ফুলকপির বাম্পার ফলন হয়েছে।তিনি  জানান,২০ শতক জমিতে চারাসহ সব মিলে তার খরচ হয়েছে ৩০ হাজার টাকা। কোনো কীটনাশক-সার ব্যবহার না করেই শুধু জৈব সার ব্যবহার করেন তিনি। চারা রোপণের ৭০-৭৫ দিন পর বাগানে আসে রঙ্গিন ফুলকপি। বর্তমানে বিক্রি শুরু করেছেন তিনি। 


এ পর্যন্ত প্রায় ১৭ হাজার টাকার ফুলকপি বিক্রি করেছেন তিনি। বর্তমান বাজার অনুযায়ী আরও অন্তত ৩০ হাজার টাকার ফুলকপি বিক্রি হবে বলে আশা করছি।


ইতিমধ্যে তিনি নান্দাইল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায়, উপসহকারী কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান সুমনের সার্বিক তত্বাবধানে 'চাষাবাদে নান্দাইল ভালোবসার মাসে রঙিন ভালোবাসা বিপণন'এর মাধ্যমে তিনি ফুলকপি বিক্রি করছেন।


বিভিন্ন শ্রেণী পেশার মানুষ 'ভালোবসার মাসে রঙিন ভালোবাসা বিপণন' থেকে কৃষক বাদল চন্দ্র বর্মনের নিকট থেকে রঙিন ফুলকপি কিনে নিচ্ছেন।


ময়মনসিংহের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাফিজার রহমান,নান্দাইল আসনের এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন,উপজেলা চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েল,উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আনিসুজ্জামান এবং অতিরিক্ত উপজেলা কৃষি অফিসারকে রঙিন ফুলকপি উপহার দিয়েছন কৃষক বাদল চন্দ্র বর্মণ। 


নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান বলেন,চীন থেকে আমদানি করা হয়েছে এই বাহারি রঙের ফুলকপির বীজ। তাছাড়া বাহারি রঙের ফুলকপি গুলো ক্যারোটিন সমৃদ্দ এবং ক্যান্সার প্রতিরোধক। সমসাময়িক সবজি গুলোর পাশাপাশি এই বাহারি রঙের সবজি, কৃষক চাষ করলে অধিক মুনাফা অর্জন করতে পারবে বলে আমি মনে করি।

আরও খবর


ঈশ্বরগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ আটক ২

৮ দিন ৫ ঘন্টা ২৮ মিনিট আগে


ঈশ্বরগঞ্জে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

১২ দিন ২২ ঘন্টা ২১ মিনিট আগে




অপহরণ মামলার দুই ঘন্টা পর আসামী গ্রেফতার

১৮ দিন ১ ঘন্টা ১২ মিনিট আগে