লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে আহত তামিম চিরনিদ্রায় শায়িত। কচুয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা সার্ভেয়ারের পরিদর্শন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশের সাংবাদিকদের সাথে মতবিনিময় চিলমারীতে "কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের" দিনব্যাপী, হাতে-কলমে শিক্ষা সফর শেরপুরের শ্রীবরদীতে ভেজাল বিরোধী অভিযানে ৮০ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভারত-পাকিস্তান উত্তেজনাকর পরিস্থিতিতে বাংলাদেশের উদ্বেগ একনেকে ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে সীমান্তে এসপিদের সতর্ক থাকার নির্দেশ ভারত থেকে বাংলাদেশে পুশইন গ্রহণযোগ্য নয় ডোমারে ইউএনও'র যোগদান ও বিদায় সংবর্ধনা ফটিকছড়ি উপজেলা ছাত্রদল কতৃক এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ ১৭ বছর পর মোংলায় উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন নির্বাচন রাজবাড়ী বিআরটিএতে দুদকের অভিযান: চার দালাল আটক, টাকা উদ্ধার লাখাই উঠেছে তালের শাঁস,প্রচন্ড তাপদাহে বেড়েছে তালের শাঁসের কদর। শ্রীমঙ্গলে নগরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন নিশ্চিতে ম্যাক বাংলাদেশের মতবিনিময় ও ইউএনও বরাবর নারী ফোরামের স্মারকলিপি সাতক্ষীরায় নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের সংলাপ অনুষ্ঠিত আক্কেলপুর একযুগ আগে থেকে ঝুঁকিপূর্ণ ঘোষণা পর ও চলছে স্কুলের পাঠদান। শ্যামনগরে সাংবাদিকদের জলবায়ু বিষয়ক প্রশিক্ষণ কচুয়ায় বিভিন্ন উপকার ভোগীদের মাঝে চেক বিতরণ

ক্রোয়াটদের গুঁড়িয়ে স্বপ্নের ফাইনালে মেসির আর্জেন্টিনা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-12-2022 02:07:28 am

এক লাফে যেন ১০ বছর কমে গেল বয়স। ৩৫ বছর বয়সে ক্রোয়েশিয়ার রক্ষণ নিয়ে করলেন ছেলেখেলা। মাঠে ছিলেন আরেক জাদুকর যার বয়স ৩৭। দুজনেই তাঁরা ‘এলএমটেন’। এক মাঠে এলএমটেন দেখলেন আরেকজনের জাদু। লিওনেল মেসির জাদুতে লুকা মদরিচ হয়ে মলিন, স্তব্ধ!


লুসাইল আইকনিক স্টেডিয়ামে যেন জাদুর আসরে সবাইকে মুগ্ধ করার দায়িত্ব নিয়েছিলেন মেসি। তাঁর সান্নিধ্যে পাল্টে যাওয়া হুলিয়ান আলভারেজও দেখালেন জাদু। গোল করলেন মেসি, আলভারেজকে দিয়ে করালেন গোল, ভাঙলেন রেকর্ড। মেসির এক ও হুলিয়ান আলভারেজের দুই গোলে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসে ষষ্ঠবারের মতো ফাইনালে আর্জেন্টিনা। আট বছরের ব্যবধানে আরেকবার ফাইনালের স্বাদ পেলেন মেসি। এই লুসাইল স্টেডিয়ামেই নিজের দ্বিতীয় বিশ্বকাপ ফাইনাল খেলবেন আর্জেন্টাইন কিংবদন্তি। রোববারের ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ ফ্রান্স কিংবা মরক্কো। লুসাইল আইকনিক স্টেডিয়ামে পা ফেলতেই ছুঁয়ে ফেললেন লোথার ম্যাথাউসকে। ছুঁয়ে ফেললেন জার্মান কিংবদন্তির বিশ্বকাপে সর্বোচ্চ ২৫ ম্যাচ খেলার রেকর্ড। রেকর্ডটা ভাঙতে লিওনেল মেসির দরকার ছিল একটি মাত্র ম্যাচ। আর টপকাতে হতো ক্রোয়েশিয়ার লৌহ কঠিন রক্ষণ। সেই রক্ষণ তো ভেঙেছেনই। নিজের করে নিয়েছেন রাতটা। 


মাঠে নেমে যেমন লোথার ম্যাথিউসকে ছুঁয়েছেন মেসি তেমনি নিজের করে নিয়েছেন অনন্য এক রেকর্ড। কাতার বিশ্বকাপে নিজের পঞ্চম গোলে গ্যাব্রিয়েল বাতিস্তুতার ১০ গোলকে ছাপিয়ে বিশ্বকাপে ১১ গোলের কীর্তি নিজের দখলে নেন আর্জেন্টাইন মায়েস্ত্রো। আগের চার আসরের নকআউটে গোল করতে না পারা মেসি এবারের আসরে গোল করলেন নক আউটের তিন ম্যাচেই।


লেফট ব্যাক মার্কোস আকুনিয়া না থাকায় নেদারল্যান্ডস ম্যাচের ৫-৩-২ ফরমেশনটা ভাঙতেই হতো আর্জেন্টিনা কোচ লিওলেন স্কালোনি। প্রত্যাশিতভাবেই আকুনিয়ার জায়গায় নিকোলাস তালিয়াফিকোকে রক্ষণের বাঁ প্রান্তে রেখে দল সাজান স্কালোনি। পরিবর্তন আসে ফরমেশনেও। ৫-৩-২ ভেঙে ক্রোয়াটদের বিপক্ষে আর্জেন্টিনার ফরমেশন ছিল ৪-৪-২। নেদারল্যান্ডস ম্যাচের মতোই একাদশের বাইরে রাখা হয় দুই ফরোয়ার্ড আনহেল দি মারিয়া ও লাওতারো মার্তিনেজকে। ৪-১-২-৩ ফরমেশনে সাজানো ক্রোয়েশিয়া খেলেছে অপরিবর্তিত একাদশ নিয়ে।


বলের নিয়ন্ত্রণ নিজেদের পায়ে রেখে আক্রমণে ওঠা আর্জেন্টিনার দর্শন। কিন্তু শুরুটা ছিল ক্রোয়েশিয়ার দখলে। ম্যাচের প্রথম ২০ মিনিটে আর্জেন্টাইনদের এক প্রকার বোতলবন্দীই করে রেখেছিলেন ক্রোয়াট মিডফিল্ডার। বলের জন্য হাঁসফাঁস করতে থাকা আর্জেন্টিনা ক্রোয়েশিয়ার জালে প্রথম শট নেয় ২৫ মিনিটে। বক্সের বাইরে থেকে নেওয়া এনজো ফার্নান্দেজের শট ঠেকান ক্রোয়াট গোলরক্ষক দমিনিক লিভাকোভিচ। 


তবে ৩২ মিনিটে এই লিভাকোভিচই ডেকে আনেন বিপদ। কাউন্টার অ্যাটাক থেকে ক্রোয়াট গোলরক্ষককে একা পেয়ে যান হুলিয়ান আলভারেজ। আর্জেন্টাইন ফরোয়ার্ড শট নেওয়ার মুহূর্তে তাঁকে ফাউল করে বসেন লিভাকোভিচ। আর্জেন্টিনাকে পেনাল্টি উপহার দেওয়ার পাশাপাশি নিজেও হলুদ কার্ড দেখেছেন ক্রোয়াট গোলরক্ষক। ৩৪ মিনিটে পেনাল্টি থেকে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি।


যেই আলভারেজের কল্যাণে রেকর্ডে নাম লেখালেন মেসি সেই আলভারেজ ৩৯ মিনিটে দেখালেন জাদু। কাউন্টার অ্যাটাক থেকে বল পেয়েছিলেন মেসি। নিজে বল পায়ে না রাখতে পারলেও বাড়িয়ে দেন আলভারেজের দিকে। বল পাওয়া মাত্রই আর পেছনেই তাকাননি ২৩ বছর বয়সী ম্যানসিটি তারকা। নিজেদের অর্ধ থেকে একাই বল টেনে নেন ক্রোয়াট বক্স অব্দি। বক্সে ছিলেন দুই ডিফেন্ডার। কেউই আটকাতে পারেননি আলভারেজকে। লিভাকোভিচ এগিয়ে এলেও থামাতে পারেননি তাঁকে। আলতো ছোঁয়ায় আর্জেন্টিনাকে এগিয়ে দেন দ্বিতীয়বারের মতো।


 ৬৯ মিনিটে লুসাইল স্টেডিয়ামে আসা ৮০ হাজারেরও বেশি দর্শক সাক্ষী হয়ে রইলেন অনিন্দ্য সুন্দর এক গোলের। সেই গোলে হুলিয়ান আলভারেজের নাম লেখা থাকলেও গোলের কারিগর সেই লিওনেল মেসি। বয়স ৩৫ হলেও মেসি যেন ফিরে গেলেন ১০ বছর আগে সেই বার্সা যুগে। বাক্স খুলে দেখালেন জাদু। প্রায় মাঝমাঠ থেকে বলের দখল নিজের পায়ে রেখে একা ঢুকে পড়লেন ক্রোয়াটদের ডি-বক্সে। সারাটা সময় গায়ে লেগেছিলেন ক্রোয়াট ডিফেন্ডার ইওস্কো গাভারদিওল। কিন্তু একবারের জন্যও বল হারাননি মেসি। অপেক্ষায় রইলেন কখন ফাঁকা হবেন আলভারেজ। সেকেন্ডের ভগ্নাংশে ভুল করল ক্রোয়েশিয়া রক্ষণভাগ আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আলভারেজের দিকে বল বাড়ালেন মেসি। এরপর আলভারেজের গোল যেন শুধুই আনুষ্ঠানিকতা। বাকি সময়টা হেলেদুলে শেষ করে আবারও স্বপ্নের ফাইনালের ছোঁয়া পেলেন মেসি ও তাঁর দল। প্রশ্ন, এবার কী সেই আরাধ্য বিশ্বকাপ কী ছুঁতে পারবেন তিনি? 


আরও খবর

6803dab828859-190425111744.webp
নারী বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ

১৮ দিন ৫ ঘন্টা ০ মিনিট আগে


67e8cf2a80f28-300325105714.webp
২০৩৫ বিশ্বকাপ আয়োজন করতে চায় স্পেন

৩৮ দিন ১৭ ঘন্টা ২১ মিনিট আগে



67e25b2102a7d-250325012833.webp
৩ মাস পর খেলতে পারবেন তামিম

৪৩ দিন ১৪ ঘন্টা ৫০ মিনিট আগে




67db84f83ec62-200325090112.webp
বোলিং অ্যাকশন পরীক্ষায় সফল সাকিব

৪৮ দিন ১৯ ঘন্টা ১৭ মিনিট আগে