শার্শায় বাসচাপায় পশু চিকিৎসক নিহত
যশোরের শার্শায় বাসচাপায় আলমগীর হোসেন (৪২) নামে এক পশু চিকিৎসক নিহত হয়েছেন।
শুক্রবার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের বাগুড়ি মুড়ির মিল নামক নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর হোসেন কলারোয়া উপজেলার কিসমত ইলিশপুর গ্রামের বাসিন্দা।তার পিতার নাম মৃত আব্দুর রশিদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ি থেকে পেশাগত কাজে মোটরসাইকেল নিয়ে বের হন আলমগীর হোসেন। পরে কাজ শেষে বাগআঁচড়া থেকে বাড়িতে ফিরছিলো। এসময় যশোর-সাতক্ষীরা মহাসড়কের বাগুড়ি মুড়ির মিল নামক স্থানে পৌছালে যশোর গামী একটি যাত্রীবাহি বাস তাকে চাপা দেয়।এসময় ঘটনাস্থলে আলমগীর হোসেনের মৃত্যু হয়।
নাভারন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়ন্ত কুমার দাস জানান,মরদেহ উদ্ধার করা হয়েছে।দুর্ঘটনা কবলিত বাস এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।বাসের ড্রাইভার পলাতক রয়েছে।এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
২৯ দিন ১১ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩১ দিন ১৭ ঘন্টা ৫২ মিনিট আগে
৩২ দিন ১১ ঘন্টা ৩৯ মিনিট আগে
৭৪ দিন ১১ ঘন্টা ৪৭ মিনিট আগে
৯২ দিন ১৭ ঘন্টা ৫৫ মিনিট আগে
১০১ দিন ১৮ ঘন্টা ৬ মিনিট আগে
১০৪ দিন ২ ঘন্টা ৪৩ মিনিট আগে
১০৮ দিন ১৭ ঘন্টা ৪৫ মিনিট আগে