ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের পুর্ব মাদলা গ্রামে ইজিবাইকের ধাক্কায় তৈয়বা খাতুন (৯) নামের এক এক কণ্যা শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত তৈয়বা ওই গ্রামের মহসীন আলীর মেয়ে।
স্থানীয়রা জানায়, বিকেলে শিশু তৈয়বা বাড়ি থেকে চাচার বাড়ি যাচ্ছিলো। বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় শিশুটি। সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা: এহতেশাম শহীদ বলেন, শিশুটি হাসপাতালে আসার আগেই মারা গেছে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।
১ দিন ১৫ ঘন্টা ৩১ মিনিট আগে
২ দিন ৮ ঘন্টা ২৮ মিনিট আগে
৪ দিন ২৩ ঘন্টা ২১ মিনিট আগে
৫ দিন ১৮ ঘন্টা ১৬ মিনিট আগে
৮ দিন ১ ঘন্টা ১২ মিনিট আগে
১০ দিন ২১ ঘন্টা ১৯ মিনিট আগে
২১ দিন ১৯ ঘন্টা ৫ মিনিট আগে
২৩ দিন ১৬ ঘন্টা ৩৯ মিনিট আগে