ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন মোল্লা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, তিনি নিজেই মোটরসাইকেল চালাচ্ছিলেন। শৈলকূপা বাজার এলাকায় একটি বাইসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসা শেষে তিনি বর্তমানে নিজ বাসায় অবস্থান করছেন।
আহতের শারীরিক অবস্থার খোঁজ নিতে সম্প্রতি তাঁর বাসভবনে ছুটে যান মোঃ নায়েব আলী মণ্ডল, যিনি ৮নং ধলহরাচন্দ্র ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং শৈলকূপা থানা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ সময় ৮নং ধলহরাচন্দ্র ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে একশত মোটরসাইকেলের বিশাল বহর নিয়ে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। স্থানীয় বিএনপির নেতাকর্মীদের এই উপস্থিতি দলীয় সংহতি ও ভালোবাসার এক অনন্য নজির হয়ে উঠেছে।
দুর্ঘটনায় আহত বাবুল হোসেন মোল্লার দ্রুত সুস্থতা কামনা করেছেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।