রামু সদর ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের শূন্য হওয়া চেয়ারম্যান পদে উপ নির্বাচন আগামী ২৭ জুলাই ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৭ জুন) নির্বাচন পরিচালনা -২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমানের সাক্ষরিত এক পরিপত্রে শূন্য হওয়া ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা বরাবর মনোনয়নপত্র দাখিলের শেষদিন ৪ জুলাই, মনোনয়ন বাছাই ৫ জুলাই, মনোনয়ন বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৬ -৮ জুলাই,আপিল নিষ্পত্তি ৯ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ১০ জুলাই, প্রতীক বরাদ্দ ১১ জুলাই এবং ভোট গ্রহণ হবে ২৭ জুলাই।
প্রসঙ্গত, তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে গত ২৯ এপ্রিল রামু সদর ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো পদত্যাগ করেন। ফলে চেয়ারম্যান পদটি শূন্য হয়।
২৪ দিন ৬ ঘন্টা ১৪ মিনিট আগে
৩৬ দিন ৯ ঘন্টা ১০ মিনিট আগে
৫১ দিন ৮ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৭৭ দিন ১৬ ঘন্টা ৯ মিনিট আগে
১৮১ দিন ১৪ ঘন্টা ৫ মিনিট আগে
১৮৬ দিন ১৫ ঘন্টা ১৫ মিনিট আগে
১৯৩ দিন ৮ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৯৪ দিন ৯ ঘন্টা ৩০ মিনিট আগে