লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে আহত তামিম চিরনিদ্রায় শায়িত। কচুয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা সার্ভেয়ারের পরিদর্শন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশের সাংবাদিকদের সাথে মতবিনিময় চিলমারীতে "কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের" দিনব্যাপী, হাতে-কলমে শিক্ষা সফর শেরপুরের শ্রীবরদীতে ভেজাল বিরোধী অভিযানে ৮০ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভারত-পাকিস্তান উত্তেজনাকর পরিস্থিতিতে বাংলাদেশের উদ্বেগ একনেকে ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে সীমান্তে এসপিদের সতর্ক থাকার নির্দেশ ভারত থেকে বাংলাদেশে পুশইন গ্রহণযোগ্য নয় ডোমারে ইউএনও'র যোগদান ও বিদায় সংবর্ধনা ফটিকছড়ি উপজেলা ছাত্রদল কতৃক এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ ১৭ বছর পর মোংলায় উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন নির্বাচন রাজবাড়ী বিআরটিএতে দুদকের অভিযান: চার দালাল আটক, টাকা উদ্ধার লাখাই উঠেছে তালের শাঁস,প্রচন্ড তাপদাহে বেড়েছে তালের শাঁসের কদর। শ্রীমঙ্গলে নগরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন নিশ্চিতে ম্যাক বাংলাদেশের মতবিনিময় ও ইউএনও বরাবর নারী ফোরামের স্মারকলিপি সাতক্ষীরায় নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের সংলাপ অনুষ্ঠিত আক্কেলপুর একযুগ আগে থেকে ঝুঁকিপূর্ণ ঘোষণা পর ও চলছে স্কুলের পাঠদান। শ্যামনগরে সাংবাদিকদের জলবায়ু বিষয়ক প্রশিক্ষণ কচুয়ায় বিভিন্ন উপকার ভোগীদের মাঝে চেক বিতরণ

জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিল

ঝালকাঠি জেলা পরিষদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশ মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনিত ও সমর্থিত প্রার্থীরা। ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত চেয়ারম্যান পদ সহ ১৬ জন প্রার্থী রিটার্নিং কর্মকর্তা এবং জেলা নির্বাচন কর্মকর্তার কাছে পৃথক ভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।


বেলা ১২ টায় কালেক্টরেট ভবনে এসে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. জোহর আলী'র কাছে আনুষ্ঠানিক ভাবে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খান সাইফুল্লাহ পনির। এসময় পনিরের সাথে জেলা আওয়ামী লীগের সভাপতি, পৌর মেয়রসহ অর্ধ সহস্রাধিক দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


এর পরপরই আওয়ামী লীগ সমর্থীত সংরক্ষিত নারী সদস্য পদের প্রার্থীরা ও সাধারণ সদস্যপদের প্রার্থীরা জেলা নির্বাচন কর্মকর্তার কাছে নিজ নিজ মনোনয়ন দাখিল করেছেন।


এ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিলো ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার। এদিন মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় পর্যন্ত  চার উপজেলা নিয়ে গঠিত এই জেলা থেকে মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে একজন, সদস্য পদে ১০জন এবং সংরক্ষিত নারী সদস্য পদের জন্য পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। 


মনোনয়ন দাখিলকৃত সদস্য পদপ্রার্থীরা হলেন, মো. শামসুল ইকরাম পিরু, সোহরাব হোসেন, তরিকুল ইসলাম তারেক, নজরুল ইসলাম, সিদ্দিকুর রহমান, খায়রুল আলম সরফরাজ, এস এম ফয়জুল আলম সিদ্দিকী (ফিরোজ), এম আমীর উল ইসলাম, সিদ্দিকী, মনিরুজ্জামান গোলদার এবং সৈয়দ মোহাম্মদ জাহাঙ্গীর শামীম।


এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদের প্রার্থীরা হলেন, হোসনে আরা মান্নান, জাহানারা হক, 

নাসরিন সুলতানা মুন্নি, মোসাম্মৎ সোনিয়া এবং জ্যোৎস্না খানম । 


এতে আওয়ামীলীগপন্থী ব্যতিত অন্য কোনো দল বা ব্যক্তি পর্যায়ে কেউ মনোনয়ন ক্রয় ও জমা দেয়নি।চেয়ারম্যানন পদে একক প্রার্থী থাকায় এই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থীত প্রার্থী খান সাইফুল্লাহ পনিরের কোনো প্রতিদ্বন্দ্বী রইলোনা।


জেলা পরিষদ নির্বাচনের তফসিল মোতাবেক প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই, আপিল, প্রত্যাহার, প্রতীক বরাদ্দ প্রকৃয়া শেষে আগামী ১৭ অক্টোবর ঝালকাঠিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে  চেয়ারম্যান পদে একাধীক প্রার্থী না থাকায় এ পদে ভোট গ্রহন হচ্ছেনা। 


রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. জোহর আলী ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'এ নির্বাচনে চেয়ারম্যান পদে একাধীক প্রার্থী না থাকায় শুধু সদস্য পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। চেয়ার পদ মনোনয়নপত্র বাছাই, আপিল এবং প্রত্যাহার কার্যক্রম শেষে চুরান্ত প্রার্থী ও প্রাথমিক ফলাফল ঘোষনা দেয়া হবে।'


মনোনয়নপত্র জমা দেয়ার পর প্রার্থীরা নিজ নিজ প্রতিকৃয়ায় বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু'র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 


নির্বাচনী বাছাই পর্বে টিকে গেলেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় ঝালকাঠি জেলা পরিষদের চেয়ারম্যান হবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খান সাইফুল্লাহ পনির। 


তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় পনির বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী আমার দলের সভাপতি জননেত্রী শেখ হাসিনা তার দুরদর্শীতা ও বিচক্ষনতা দিয়ে আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। আমি আমার নেত্রীর আদেশ এবং সরকারের প্রতিটি উন্নয়ন কার্যক্রম পুঙ্খানুপুঙ্খভাবে পালন করবো। একই সাথে আমার নেতা ঝালকাঠির অভিভাবক আমির হোসেন আমু এমপি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।'

Tag
আরও খবর




রাজাপুরে জেলে থাকা আসামিদের বাড়িতে লুটপাট

৪৬৮ দিন ১৪ ঘন্টা ৩৯ মিনিট আগে


শ্রেষ্ঠ ওসি হলেন রাজাপুরের আতাউর রহমান

৪৭১ দিন ১৫ ঘন্টা ৪৪ মিনিট আগে


রাজাপুরে মাঠ দিবস অনুষ্ঠিত

৪৭৮ দিন ১৬ ঘন্টা ৩ মিনিট আগে