নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ-বগুড়ার নন্দীগ্রাম উপজেলার দমদমা গ্রামে স্কেভেটর (ভেকু মেশিন) দিয়ে আবাদি জমি নষ্ট করে অবৈধভাবে পুকুর খনন ও মাটি বিক্রয় করার অপরাধে ১জনকে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সরকারি আদেশ অমান্য করে অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন ও মাটি বিক্রি করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় এ অর্থদন্ড প্রদান করা হয়। শনিবার ২১ ডিসেম্বর বিকেল ৪টায় উপজেলার দমদমা গ্রামে অবৈধভাবে পুকুর খননের সময় ঘটনাস্থলে গিয়ে এ অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নন্দীগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার।
দন্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, নওগাঁ জেলার আত্রাই থানার নওদুলী এলাকার আব্দুল খালেকের ছেলে রবিউল ইসলাম (৫০)। এ ভ্রাম্যমাণ আদালতে অভিযান চলাকালে প্রসিকিউটর ছিলেন নন্দীগ্রাম থানার এস আই আমির হোসেন।
নন্দীগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার বলেন,আবাদি জমি নষ্ট করে অবৈধভাবে পুকুর খনন ও মাটি বিক্রি করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
৭ দিন ৬ ঘন্টা ৪২ মিনিট আগে
১৫ দিন ৭ ঘন্টা ৩ মিনিট আগে
১৭ দিন ৭ ঘন্টা ৩২ মিনিট আগে
১৯ দিন ৮ ঘন্টা ৪৯ মিনিট আগে
২১ দিন ৬ ঘন্টা ৫৭ মিনিট আগে
২১ দিন ৭ ঘন্টা ১ মিনিট আগে
২১ দিন ১০ ঘন্টা ১৮ মিনিট আগে
২২ দিন ৩ ঘন্টা ৪৮ মিনিট আগে