লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে আহত তামিম চিরনিদ্রায় শায়িত। কচুয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা সার্ভেয়ারের পরিদর্শন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশের সাংবাদিকদের সাথে মতবিনিময় চিলমারীতে "কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের" দিনব্যাপী, হাতে-কলমে শিক্ষা সফর শেরপুরের শ্রীবরদীতে ভেজাল বিরোধী অভিযানে ৮০ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভারত-পাকিস্তান উত্তেজনাকর পরিস্থিতিতে বাংলাদেশের উদ্বেগ একনেকে ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে সীমান্তে এসপিদের সতর্ক থাকার নির্দেশ ভারত থেকে বাংলাদেশে পুশইন গ্রহণযোগ্য নয় ডোমারে ইউএনও'র যোগদান ও বিদায় সংবর্ধনা ফটিকছড়ি উপজেলা ছাত্রদল কতৃক এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ ১৭ বছর পর মোংলায় উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন নির্বাচন রাজবাড়ী বিআরটিএতে দুদকের অভিযান: চার দালাল আটক, টাকা উদ্ধার লাখাই উঠেছে তালের শাঁস,প্রচন্ড তাপদাহে বেড়েছে তালের শাঁসের কদর। শ্রীমঙ্গলে নগরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন নিশ্চিতে ম্যাক বাংলাদেশের মতবিনিময় ও ইউএনও বরাবর নারী ফোরামের স্মারকলিপি সাতক্ষীরায় নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের সংলাপ অনুষ্ঠিত আক্কেলপুর একযুগ আগে থেকে ঝুঁকিপূর্ণ ঘোষণা পর ও চলছে স্কুলের পাঠদান। শ্যামনগরে সাংবাদিকদের জলবায়ু বিষয়ক প্রশিক্ষণ কচুয়ায় বিভিন্ন উপকার ভোগীদের মাঝে চেক বিতরণ

পরকীয়া, ডাকাতি ও ছিনতাই টাকার জেরে হত্যা করা হয় খুনী আখেরকে


স্ত্রীর সাথে পরকীয়া এবং অর্থ আত্মসাতের প্রতিশোধ নিতে বগুড়ার সন্ত্রাসী আখের আলীকে গলাকেটে হত্যা করা হয়। ঘটনার সাথে জড়িতকে গ্রেফতার এবং রহস্য উদঘাটনের পর আজ দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি সাংবাদিকদের জানান নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন।
হত্যাকান্ডে জড়িত কালা মানিক ওরফে বাচ্চু মিয়া নন্দীগ্রাম উপজেলার কৈডালা গ্রামের মৃত রমেশের ছেলে।  গত ১২ সেপ্টেম্বর খাগড়াছড়ির কালা পাহাড় নামক টিলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে গত ২২ আগস্ট সকালে নন্দীগ্রাম থানা পুলিশ উপজেলার ওমরপুর এলাকার একটি ধান ক্ষেত থেকে আখের আলীর গলাকাটা লাশ উদ্ধার করে। আখের আলী বগুড়া সদরের সাবগ্রাম ইউনিয়নের চান্দপাড়া গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।
সংবাদ সম্মেলনে ওসি আনোয়ার হোসেন বলেন, হত্যাকান্ডের শিকার আখের আলী তিনটি হত্যাসহ ৮ মামলার আসামি ছিলেন। অন্যদিকে গ্রেফতার বাচ্চু মিয়াও হত্যাসহ একাধিক মামলার আসামি।  জেলখানাতেই তাদের দু’জনের পরিচয় ঘটে এবং একাধিকবার দু’জনেই জেলে যাওয়ার ফলে তাদের মধ্যে এক সময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে।  গত ৬ মাস আগে জামিনে বের হন আখের আলী। এরপর গত দুই মাস আগে জামিনে বের হন কালা মানিক। আখের আলী জামিনে বের হয়ে কালা মানিকের ৩য় স্ত্রীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন। কালা মানিক জামিনে বের হয়ে তার স্ত্রীর সাথে পরকীয়ার বিষয়টি জানতে পারেন। এরপর কৌশলে আখের আলীর বাড়িতে আশ্রয় নেন।  সেখানে অবস্থান করে তারা বিভিন্ন স্থানে ডাকাতি ও ছিনতাই করতেন। ডাকাতি করে টাকার ভাগ থেকে আড়াই লাখ টাকা আখের আলীর কাছে রাখতে দেয় কালা মানিক। কিছুদিন পর আখের আলী সেই টাকা আত্মসাত করে। এ ঘটনার পর আখেরকে  হত্যার পরিকল্পনা করে কালামানিক। পরিকল্পনা অনুযায়ী ২১ আগস্ট কালা মানিক আখেরকে জানায় - নন্দীগ্রামের একটি দোকানে ডাকাতি করার কথা বলে ঘটনাস্থলে নিয়ে যায়। রাত ১০ টার দিকে তারা নন্দীগ্রাম উপজেলার ওমরপুর বাজারে কাছে মহাসড়কের ধারে একটি বাগানে অপেক্ষা করতে থাকে। একপর্যায় কালা মানিক তার হাতে থাকা লোহার শাবল দিয়ে আখের আলীর মাথায় আঘাত করে। আখের আলী দৌড়ে ধান ক্ষেতে পড়ে গেলে সেখানেই চাপাতি দিয়ে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে কালা মানিক। এরপর মোটর সাইকেল ও আখের আলীর মোবাইল ফোন ফেলে রেখে পালিয়ে যায়।
ওসি আরো বলেন, কালা মানিককে গ্রেফতারের পরে ঘটনাস্থলে থেকে হত্যার কাজে ব্যবহৃত একটি মাংস কাটা চাপাতি এবং একটি লোহার রড উদ্ধার করা হয়েছে। এছাড়া তিনি আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দী দিয়েছেন।

আরও খবর