পলাশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগ পরিবারের, স্বামী-শাশুড়ি পলাতক কলারোয়ায় উন্নয়ন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি বিএনপি প্রার্থী হাবিবের সাতক্ষীরার তালায় ১২কোটি ৫৫ লক্ষ টাকা ব্যয়ে প্রশাসনিক ভবন নির্মান দ্রুত সম্পন্নের দাবি সাতক্ষীরা সীমান্তে অভিযানে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক সাভারে প্রতিবন্ধীদের সেতুতে অবাধ যান চলাচল, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা মৃত্যুর পরও মানবতার সেবায়: মরদেহ দান করলেন জাগরণী চক্রের প্রতিষ্ঠাতা আজাদুল কবির আরজু শ্যামনগরে গাবুরা ও বুড়িগোয়ালিনী জামায়াতের নির্বাচনী জনসভা নদীতে লাশ উদ্ধারে এলাকাজুড়ে উত্তেজনা যথাযথ মর্যাদায় মাইকেল মধুসূদন দত্তের ২০২ তম জন্মদিন উদযাপন ফুলবাড়ীতে ভুট্টা চাষে লাভবান হচ্ছে কৃষক পলাশে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ড. আব্দুল মঈন খান শেরপুরে আরাফাত রহমান কোকোর শাহাদত বার্ষিকীতে কোরআন খতম, দোয়া ও কম্বল বিতরণ শেরপুরে আরাফাত রহমান কোকোর শাহাদত বার্ষিকীতে কোরআন খতম, দোয়া ও কম্বল বিতরণ হান্নান মাসউদ মিথ্যাচার করেছেন অভিযোগ এনে বিএনপির সংবাদ সম্মেলন বুয়েট সিএসইর খ্যাতনামা অধ্যাপক আশিকুর রহমানের প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি হিসাবে যোগদান যশোরে ৫১ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক: গন্তব্য ছিল ভারত আশাশুনির তিন ইউনিয়নে রবিউল বাশারের গণসংযোগ ও পথসভা শ্রীউলায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা লাখাই থানা পুলিশের ডেভিলহান্ট অপারেশনে ইউনিয়ন যুবলীগ সভাপতি গ্রেফতার। নির্বাচনী কার্যক্রমে শিশু ব্যবহার বন্ধের দাবিতে নীলফামারীতে এসিএমও'র স্বার‌‌‌কলিপি প্রদান

সুন্দরবনে ‘ডন বাহিনী’ পরিচয়ে ১৮ জেলেকে অপহরণ

ছবি সংগৃহীত

‎মোংলা প্রতিনিধিঃ



‎সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে মাছ ধরার সময় ‘ডন বাহিনী’ পরিচয়ে একদল সশস্ত্র বনদস্যু কমপক্ষে ১৮ জন জেলেকে অপহরণ করেছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় সুন্দরবননির্ভর জেলেদের মধ্যে চরম আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে।


‎বন থেকে ফিরে এসে অপহৃত জেলেদের সহযোগীরা জানান, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত সুন্দরবনের অভ্যন্তরীণ মামুন্দো ও মালঞ্চ নদীর বিভিন্ন খালে মাছ ধরার সময় সশস্ত্র বনদস্যুরা নিজেদের ‘ডন বাহিনী’ পরিচয় দিয়ে প্রতিটি নৌকা থেকে একজন করে জেলেকে জিম্মি করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।


‎জেলেদের দাবি, দস্যু দলের মধ্যে তারা ২০১৮ সালে আত্মসমর্পণ করা বনদস্যু শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের আটিরউপর গ্রামের শাজাহান এবং একই গ্রামের শফিকুল ইসলাম ওরফে ভেটে শফিকুলকে চিনতে পারেন। তারা দুই জন ‘ডন বাহিনীর’ প্রধানের একনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করছেন।


‎সূত্রটি জানায়, মামুন্দো নদীর মাইটেভাঙা খাল থেকে তিনটি নৌকায় তিন জন জেলেকে তুলে নেয় দস্যুরা। এ সময় দুটি নৌকা ছেড়ে দিয়ে একটি নৌকা নিয়ে যায় তারা। এ ছাড়া মালঞ্চ নদীর মাইশারকোল খাল থেকে দুটি নৌকা থেকে দুই জন, একই নদীর উলোবাড়ি খাল থেকে দুটি নৌকা থেকে দুই জন এবং মামুন্দো নদীর রাজাখালী খাল থেকে তিনটি নৌকার তিন জনসহ কলাগাছি এলাকা থেকে তিনটি নৌকা থেকে তিন জন জেলেকে অপহরণ করা হয়। পরে আরও আট জনকে জিম্মি করে বনদস্যুরা। এসব জেলেদের অপহরণ করা হলেও নিরাপত্তার কারণে তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না বলে জানান তারা।


‎অপহৃত জেলেদের অধিকাংশের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর, কদমতলা, মথুরাপুর, মৌখালী ও ছোট ভেটখালী এলাকায়।


‎জেলেদের দাবি, বন বিভাগের সব নিয়ম মেনে মাছ ধরলেও তারা বনদস্যুদের হাত থেকে রেহাই পাচ্ছেন না। ঘটনার পর নিরাপত্তাহীনতায় অনেক জেলে সুন্দরবনে মাছ ধরা বন্ধ করে লোকালয়ে ফিরে আসতে শুরু করেছেন।


‎ভুক্তভোগী জেলেরা বন বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত উদ্ধার অভিযান এবং সুন্দরবনে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।


‎এ বিষয়ে বন বিভাগের কাছে জানতে চাইলে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের ফরেস্ট রেঞ্জার ফজলুল হক জানান, তারা শুক্রবার দুপুরে বিষয়টি জানতে পেরেছেন এবং তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছেন। জেলে জিম্মি হওয়ার ঘটনাটি কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে বলেও তিনি জানান।


‎তবে, অভিযান চালানোর বিষয়ে কোস্টগার্ড তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা না পাওয়ার কথা জানিয়েছে বলে জানান তিনি। এতে জিম্মি জেলেদের পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে।


‎অন্যদিকে, কোস্টগার্ড মোংলার মিডিয়া বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, তারা বিষয়টি নিয়ে কাজ শুরু করেছেন। তবে চলমান অভিযান সফলভাবে শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনও বক্তব্য দেওয়া সম্ভব নয়।


আরও খবর






মোংলায় বিদেশি মদসহ এক নারী গ্রেফতার

৪ দিন ১৯ ঘন্টা ৫৪ মিনিট আগে