ভারত-পাকিস্তান উত্তেজনাকর পরিস্থিতিতে বাংলাদেশের উদ্বেগ একনেকে ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে সীমান্তে এসপিদের সতর্ক থাকার নির্দেশ ভারত থেকে বাংলাদেশে পুশইন গ্রহণযোগ্য নয় ডোমারে ইউএনও'র যোগদান ও বিদায় সংবর্ধনা ফটিকছড়ি উপজেলা ছাত্রদল কতৃক এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ ১৭ বছর পর মোংলায় উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন নির্বাচন রাজবাড়ী বিআরটিএতে দুদকের অভিযান: চার দালাল আটক, টাকা উদ্ধার লাখাই উঠেছে তালের শাঁস,প্রচন্ড তাপদাহে বেড়েছে তালের শাঁসের কদর। শ্রীমঙ্গলে নগরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন নিশ্চিতে ম্যাক বাংলাদেশের মতবিনিময় ও ইউএনও বরাবর নারী ফোরামের স্মারকলিপি সাতক্ষীরায় নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের সংলাপ অনুষ্ঠিত আক্কেলপুর একযুগ আগে থেকে ঝুঁকিপূর্ণ ঘোষণা পর ও চলছে স্কুলের পাঠদান। শ্যামনগরে সাংবাদিকদের জলবায়ু বিষয়ক প্রশিক্ষণ কচুয়ায় বিভিন্ন উপকার ভোগীদের মাঝে চেক বিতরণ রাসেল ভাইপার আতঙ্কে কৃষক,গামবুট বিতরণ করলেন উপজেলা প্রসাশন। রাজধানীর মোহাম্মদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ নৌকা তৈরী করাই মনিরুলের একমাত্র পেশা শতাধিক নারী সহকর্মীদের যৌন নিপীড়নকারী ডাঃ আশরাফ এখন সাতক্ষীরায়! ডোমারে মাইক্রোবাসের ধাক্কায় নিহত-১ ঈশ্বরগঞ্জে প্রতিবেশীকে কুপিয়ে জখম বাবা-ছেলে গ্রেফতার

লোহাগাড়ায় মাইনী পত্রিকা ও সাতকানিয়া লোহগাড়া বার্তার যৌথ উদ্দেগ্যে বার্ষিক সাধারণ সভা ও মিলন মেলা অনুষ্টিত।

মুন্সি শাহাব উদ্দিন, লোহগাড়া ( চট্টগ্রাম)। সাতকানিয়া লোহাগাড়ার জনপ্রিয় সংবাদপত্র সাপ্তাহিক মাইনী পত্রিকা ও সাতকানিয়া লোহাগাড়া বার্তা'র যৌথ উদ্দ্যেগে উপজেলা ও জেলা প্রতিনিধিদের নিয়ে বার্ষিক সাধারণ সভা ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। সাপ্তাহিক মাইনী পত্রিকার সহ-সম্পাদক ও অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক মোহাম্মদ আব্বাস উদ্দিন ও সহকারী সম্পাদক বাবু শংকর কান্তি দাশের যৌথ সঞ্চলনায় ৯ডিসেম্বর, শনিবার সকাল ১০টায় লোহাগাড়া বটতলী হালাল ডাইন রেষ্টুরেন্টে ভিআইপি হলে "সাধারণ সভা" শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লোহগাড়ার মাটি ও মানুষের নেতা ,লোহাগাড়া উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড এর ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ রেজাউল করিম। উদ্বোধক ছিলেন জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মুহাম্মদ মিয়া ফারুক, গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বার আউলিয়া ডিগ্রি কলেজের সম্মানিত প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ ড. রেজাউল কবির।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন বার আউলিয়া ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য জনাব মোজাহিদ বিন কাইসার, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা এইচ এম গণি সম্রাট, দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমশুল আলম, সাতকানিয়া লোহাগাড়া বার্তা পত্রিকার সহ সম্পাদক মাস্টার মোহাম্মদ হোসেন, সৌদি প্রবাসী ব্যবসায়ী ও হাসেম টাওয়ারের সত্ত্বাধিকারী আলহাজ্ব আবুল হাসেম, সামরাজ ট্রাভেলস ট্যুরস এর ব্যবস্থাপনা পরিচালক ও হালাল ডাইনের ডাইরেক্টর মোহাম্মদ আবু ছিদ্দিক, সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড এর লোহাগাড়া শাখার ইউনিট ম্যানেজার মোহাম্মদ সাজ্জাদ হোসেন, দর্পন বাংলা টোয়েন্টিফোর ডটকম এর ভারপ্রাপ্ত সম্পাদক আলমগির হোসেন রানা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি লোহগাড়া উপজেলা কমিটির সভাপতি প্রবীণ সাংবাদিক মাহমুদুল হক চৌধূরী, সাংধারণ সম্পাদ মুন্সি শাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হেলাল চৌধূরী, হাজী সেলিম,সাংবাদিক দেলোয়ার হোসেন রশিদী ও সাংবাদিক রায়হান সিকদার প্রমুখ।


অনুষ্ঠানে প্রধান অতিথি জিয়াউল হক চৌধুরী বাবুল বলেন- সাংবাদিকরা জাতির বিবেক। তাছাড়া সাংবাদিকদের "জাতির আয়না" হিসেবে অভিহিত করা হয়। সুতরাং দেশ ও জাতির কল্যাণের স্বার্থে বস্তুুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার আহবান জানান। সত্য ও ন্যায়ের পক্ষে থাকবেন। সাদাকে সাদা, কালো কে কালো বলবেন। দেশ এগিয়ে যাচ্ছে, এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাংবাদিকদের ভুমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামনে জাতীয় নিবার্চন, তাই মিথ্যা, গুজব ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করে দেশ ও জাতির ক্ষতি যাতে কেউ করতে না পারে আপনারা সেদিকে সজাগ থাকবেন। আমি আপনাদের পাশে আছি, থাকব। যে কোন সহযোগিতায় আমাকে পাবেন বলে আশস্থ করেন উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।


অনুষ্ঠানের সভাপতি সাপ্তাহিক মাইনী পত্রিকা সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম সবুজ বলেন- জাতীয় ও স্থানীয় গুরুত্বপূর্ণ নিউজ যথাযথ ভাবে প্রকাশ করায় সাপ্তাহিক মাইনী পত্রিকা ও সাতকানিয়া লোহাগাড়া বার্তা' মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। তাই আগামীতেও আপনারা এলাকার উন্নয়ন, সমস্যা ও সম্ভবনার দিক গুলো তুলে আনবেন। পরিশেষে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করেন সম্পাদকসহ পত্রিকার সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও খবর