মুন্সি শাহাব উদ্দিন ( চট্টগ্রাম-লোহাগাড়া)ঃ- অকাল মৃত্যু খুব বেদনাদায়ক। আরো যদি সড়ক দুঘটনায় হয়। প্রতিনিয়ত সড়ক বা মহাসড়কে প্রাণ যাচ্ছে কোন না কোন পথচারী বা যাত্রীর। মৃত্যুর মিছিল থেমে নেই সড়ক বা মহাসড়কে। অনেকে মনে করেন এর জন্য দায়ী অদক্ষ চালক ও অনুপযোগী সড়ক।
এ্ররই ধারাবাহিকতাই আজ ৫ জুলাই রোজ বুধবার দুপুর ২ টার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আমিরাবাদ রাজঘাটাস্থ এলাকায় তেলবাহী গাড়ী নিগার বিশ্বাষ (৬) নামে এক শিশুকে চাপা দেয়। ফলে ঘটনাস্থলে সে মারা যায়। নিগার বিশ্বাষ (৬) আমিরাবাদ চুইট্টা পাড়ার আইসক্রিম বিক্রেতা শিমুল বিশ্বাষের পুত্র।
স্থানীয় মানুষের সাথে কথা বলে জানা যায়, তার বসত বাড়ী ভেঙ্গে যাওয়ার কারণে আমিরাবাদ রাজঘাটা এলাকায় এক ভাড়াটিয়া বাসায় সে ভাড়া থাকে। আজ দুপুরে শিমুল বিশ্বাষ কাজে যাওয়ার সময় তার শিশু সন্তান নিগার বিশ্বাষ পিছনে পিছনে গিয়ে রাস্তা পারাপারের সময় তেলবাহী গাড়ী নিগার বিশ্বাষকে চাপা দিলে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। সন্তানের এমন মর্মান্তিক মৃত্যু দেখে তার বাবা-মা পুত্র ্শোকে কাতর হয়ে যায়। স্থানীয় মানুষের দাবী, অদক্ষ চালকদেরকে আইনের আওতায় এনে মহাসড়কে মৃত্যুর মিছিল থামানো হউক।
৩ দিন ২০ ঘন্টা ৪ মিনিট আগে
৩ দিন ২০ ঘন্টা ৫৫ মিনিট আগে
৭ দিন ২০ ঘন্টা ১০ মিনিট আগে
১৫ দিন ৬ ঘন্টা ৫৩ মিনিট আগে
১৯ দিন ২০ ঘন্টা ২৪ মিনিট আগে
২৬ দিন ১৯ ঘন্টা ১৩ মিনিট আগে
২৯ দিন ২০ ঘন্টা ৩৮ মিনিট আগে
৩২ দিন ২১ ঘন্টা ১৪ মিনিট আগে